বাংলা ব্লগস্পট টেমপ্লেট

আপনারা নিশ্চয় জানেন যে ব্লগস্পটে (Blogspot) বা যে কোন ব্লগিং প্লাটফরমে (Blogging Platform) কত তারিখে (Post Date) ব্লগ লেখা হলো তা পোস্টের ঠিক উপরে ইংরেজি (English) ভাষায় প্রদর্শন করে। আমরা ইচ্ছে করলে এই তারিখ ও ব্লগের অন্যান্য লেখাগুলোকে বাংলায় (Bangla) দেখাতে পারি। ক্লাসিক টেমপ্লেট (Classic Template) ব্যবহার করে এ কাজ অতি সহজে করা সম্ভব। HTML কোডে কিছু পরিবর্তন করে ইংরেজি তারিখ ও বারকে বাংলা ভাষায় দেখানো যায়। এই কাজটি বাংলাভাষী পাঠকবর্গের জন্য কোডিং (Coding) করেছেন মাহবুব মোর্শেদ। তার প্রযুক্তি ব্লগে এরকম পরিবর্তিত কিছু টেমপ্লেট (Template) পাঠক সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ আপনাদেরকে সেই টেমপ্লেটগুলোর সাথে পরিচিত করিয়ে দেব।

নিচের ছবিটি লক্ষ্য করুন:
পোস্টের ঠিক উপরে থাকা বার, মাসের নাম, তারিখ ও সাল বাংলা ভাষাতে দেখা যাচ্ছে।

ব্লগপোস্টের ব্লগে (Blogspot) তারিখ/ বার ইত্যাদি বাংলা ভাষাতে দেখানোর জন্য আপনাদেরকে প্রথমে ব্লগটিকে ক্লাসিক ব্লগারে (Classic Blogger) রূপান্তর করে নিতে হবে। 


ধারাবাহিকভাবে নিচের কাজ গুলো করে যান:-

  • ডাউনলোডকৃত (Downloaded) টেমপ্লেটটি আনজিপ (Unzip) করে টেক্সট ফাইলটি (Text File) কম্পিউটারের হার্ডডিস্কে (Harddisk) সেভ করুন।
  • নোটপ্যাড (Notepad) দিয়ে ফাইলটি ওপেন করে সবগুলো সিলেক্ট (Select) করে কপি (Copy) করুন।
  • এবার পদ্ধতি অনুযায়ী আপনার ব্লগকে ক্লাসিক ব্লগে পরিবর্তিত করুন।
  • নিচের ছবির মতো অংশে চলে যান।


  • এখানে Edit HTML লেখাটিতে ক্লিক করলে যে পেজ আসবে সেখানে ওয়েব কোড লেখার জায়গা রয়েছে।
  • এই পেজের HTML কোড লেখা অংশের সবগুলো কোড সিলেক্ট (Select all) করে ডিলেট (Delete) করুন।
  • ডাউনলোডকৃত (Downloaded) টেমপ্লেটের টেক্সট ফাইলের (Text File. *.txt) কোডগুলো সব সিলেক্ট (Select All) করে কপি করে (Copy) এই অংশে পেস্ট (Paste) করুন।
  • প্রিভিউ (Preview) দেখুন।
  • পছন্দ হলে সেভ করুন (Save) । পছন্দ না হলে আর একটি টেমপ্লেট দিয়ে পরীক্ষা করুন।
  • এই টেমপ্লেটগুলো ব্যবহার করলে আপনার ব্লগের তারিখ/ বার/ মাসের নাম ইত্যাদি বাংলায় (Bangla Language) দেখা যাবে।
  • কোন রকম সমস্যা হলে এই ঠিকানায় (udvranto@yahoo.com) ইমেইল করুন।
  • কিংবা আমাকে ইমেইল করতে পারেন।
  • এছাড়া মতামত প্রকাশ করার জন্য মন্তব্য (Comment) করার দ্বার তো উন্মুক্ত রয়েছেই।

মেইক মাই ওয়ে (Make My Way):

ডাউনলোড করুন
পাউয়েল স্ট্রিট (Powell street):
ডাউনলোড করুন
নিউজ লাইন (News Line):
ডাউনলোড করুন
বাংলা মিনিমা (Bangla Minima):
ডাউনলোড করুন
ফোলিও (Folio):
ডাউনলোড করুন
কারভাস ব্লু (Curves Blue):
ডাউনলোড করুন
বেসিক এলিমেন্ট (Basic Element):

মাহবুব মোর্শেদ যে টেমপ্লেটগুলো বাংলাতে কোডিং করেছেন তার কিছু সাধারণ বৈশিষ্ট্য (Common Feature) হলো:
* দুইকলামযুক্ত (Two columns)
* সাইডবার ডানপাশে (Right sidebar)
* ব্যাকগ্রাউন্ড (Background) ছবি ও হেডার (Header) ছবি ব্যবহারের সুযোগ রয়েছে।

কৃতজ্ঞতা: সংগ্রহ করা হয়েছে প্রযুক্তি ব্লগ থেকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger