নিচের ছবিটি লক্ষ্য করুন:
পোস্টের ঠিক উপরে থাকা বার, মাসের নাম, তারিখ ও সাল বাংলা ভাষাতে দেখা যাচ্ছে।
ব্লগপোস্টের ব্লগে (Blogspot) তারিখ/ বার ইত্যাদি বাংলা ভাষাতে দেখানোর জন্য আপনাদেরকে প্রথমে ব্লগটিকে ক্লাসিক ব্লগারে (Classic Blogger) রূপান্তর করে নিতে হবে।
ধারাবাহিকভাবে নিচের কাজ গুলো করে যান:-
- ডাউনলোডকৃত (Downloaded) টেমপ্লেটটি আনজিপ (Unzip) করে টেক্সট ফাইলটি (Text File) কম্পিউটারের হার্ডডিস্কে (Harddisk) সেভ করুন।
- নোটপ্যাড (Notepad) দিয়ে ফাইলটি ওপেন করে সবগুলো সিলেক্ট (Select) করে কপি (Copy) করুন।
- এবার পদ্ধতি অনুযায়ী আপনার ব্লগকে ক্লাসিক ব্লগে পরিবর্তিত করুন।
- নিচের ছবির মতো অংশে চলে যান।
- এখানে Edit HTML লেখাটিতে ক্লিক করলে যে পেজ আসবে সেখানে ওয়েব কোড লেখার জায়গা রয়েছে।
- এই পেজের HTML কোড লেখা অংশের সবগুলো কোড সিলেক্ট (Select all) করে ডিলেট (Delete) করুন।
- ডাউনলোডকৃত (Downloaded) টেমপ্লেটের টেক্সট ফাইলের (Text File. *.txt) কোডগুলো সব সিলেক্ট (Select All) করে কপি করে (Copy) এই অংশে পেস্ট (Paste) করুন।
- প্রিভিউ (Preview) দেখুন।
- পছন্দ হলে সেভ করুন (Save) । পছন্দ না হলে আর একটি টেমপ্লেট দিয়ে পরীক্ষা করুন।
- এই টেমপ্লেটগুলো ব্যবহার করলে আপনার ব্লগের তারিখ/ বার/ মাসের নাম ইত্যাদি বাংলায় (Bangla Language) দেখা যাবে।
- কোন রকম সমস্যা হলে এই ঠিকানায় (udvranto@yahoo.com) ইমেইল করুন।
- কিংবা আমাকে ইমেইল করতে পারেন।
- এছাড়া মতামত প্রকাশ করার জন্য মন্তব্য (Comment) করার দ্বার তো উন্মুক্ত রয়েছেই।
মেইক মাই ওয়ে (Make My Way):
মাহবুব মোর্শেদ যে টেমপ্লেটগুলো বাংলাতে কোডিং করেছেন তার কিছু সাধারণ বৈশিষ্ট্য (Common Feature) হলো:
* দুইকলামযুক্ত (Two columns)
* সাইডবার ডানপাশে (Right sidebar)
* ব্যাকগ্রাউন্ড (Background) ছবি ও হেডার (Header) ছবি ব্যবহারের সুযোগ রয়েছে।
কৃতজ্ঞতা: সংগ্রহ করা হয়েছে প্রযুক্তি ব্লগ থেকে।