এক অনন্য পরিবর্তন হল

আজ বাংলা ব্লগ টিপ্‌স 'বাংলা হ্যাকস' ব্লগে এক ব্যাপক ও অনন্য পরিবর্তন হয়ে গেল। আজ থেকে পুরাতন থিম (Theme) এর বদলে নতুন থিম অবমুক্ত করা হল। আশা করি পুরাতন চেহারার চাইতে আপনাদের নিকট বাংলা ব্লগ টিপ্‌স (Bangla Blog Tips) বাংলা হ্যাকস এর নতুন চেহারাটি (New Design) ভাল লাগবে। এই নতুন থিমের (New Theme) বিশেষ বৈশিষ্ট্য হল এটা আমার নিজের তৈরি। এতকাল আমি Ad theme টেমপ্লেট বা থিম নিয়ে কাজ চালাচ্ছিলাম। Ad Theme টেমপ্লেটটিও ভাল। অনেকরকম সুবিধা আছে। বিশেষ করে হেডারের (Header) উপর একটি গেজেট (Gadget) লাগানোর সুবিধাটি অসাধারণ ও দারুণ কার্যকরী। এছাড়াও ডান পাশের কলামগুলো (C0lumn) ছিল অধিক শক্তিশালী ও কার্যকরী। কিন্তু তারপরও বাংলা ব্লগ টিপ্‌স যে ধরণের ব্লগ (Blog) সেই ধরণের ব্লগে নিজের ডিজাইন করা টেমপ্লেট থাকা অধিকতর যুক্তিযুক্ত ছিল। আমার মনে হচ্ছিল যে, অন্যের ডিজাইন করা থিমস ব্যবহার করলে ব্লগের নিজস্ব পরিচিতির একটি সংকট তৈরি হয়। নিজস্ব ভাবনাচিন্তাগুলোকে মুক্ত ভাবে প্রকাশ করা এবং উপভোগ্য করাকে জটিল করে তোলা হয়। এছাড়াও একটা বিশেষ কারণ হল কোন কোন ব্লগটেমপ্লেট এ কিছু বিশেষ কোড থাকে যে কারণে সার্চ ইঞ্জিন এর বট (Search Engine Bot) সমগ্র ব্লগকে পড়তে দ্বিধা করে, সে কারণে আমি নিজেই এমন একটি টেমপ্লেট ডিজাইন করে ফেললাম যা হবে খুব সহজসরল (Simple) কিন্তু থাকবে আধুনিক সব সুবিধাবলী।

আমার পুরনো টেমপ্লেটটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য হল:-
Name: Ads Theme Blogger Template
Designed by: Eric
URL: http://www.blogging-secret.com/
Converted into Blogger by: eBlog Templates
URL: http://www.eblogtemplates.com/

এই টেমপ্লেটটিকে নিজের কাজের উপযোগী করে নিতে নানারকম পরিবর্তন করেছিলাম। এর মধ্যে
* Read more.
* কলামের মাপমতো আর্কাইভ ড্রপ ডাউন মেনু
* ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন
* ইনলাইন অথবা এমবেডেড কমেন্ট বক্স
* এবং এছাড়াও নানা সুবিধাবলী এই টেমপ্লেট এ যোগ করেছিলাম। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে, এটা অন্যের ডিজাইন করা টেমপ্লেট, এই টেমপ্লেট এ আমার নিজস্ব ব্লগের স্বকীয়তা এবং মৌলিকতা বলতে কিছু নেই।

নিজের স্বাধীনতা, স্বকীয়তা, কল্পনা এবং মৌলিকতা খুঁজে পেতে নিজেই একটি টেমপ্লেট/ থিম এর ডিজাইন করে ফেললাম। এটাকে মিনিমা টেমপ্লেটকে ভিত্তি করে তৈরি করার চেষ্টা করেছি (অবশ্য সব টেমপ্লেট এর ভিত্তি হল মিনিমা টেমপ্লেট)। আপাতভাবে আমার যেসব প্রত্যাশা ছিল, তার বেশিরভাগ এই টেমপ্লেটে পূরণ করতে পেরেছি। আগামীতে হয়তো আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য এই টেমপ্লেটে যোগ করবো।

আমার ডিজাইন করা এই টেমপ্লেট এর কিছু সাধারণ বৈশিষ্ট্য হল:-
* সম্পূর্ণ টেমপ্লেটটির বডি সাইজ হল ৯৭০ পিক্সেল(Body= 970 px)। অর্থাৎ আধুনিককালের মনিটর (Monitor) এর রেজুলেশন (Resolution) উপযোগী করে টেমপ্লেটটিকে তৈরি করা হয়েছে।
* তিন কলাম ডিজাইন (Three Column)
* বামপাশের কলাম অপেক্ষাকৃত সরু। মাত্র ১১৮ পিক্সেল।
* ডানপাশে দুইটি কলাম। তবে উপরে রয়েছে বড় কলাম এবং নিচে রয়েছে অপেক্ষাকৃত সরু দুইটি কলাম। উপরেরটি ৩৬০ পিক্সেল।
* নিচের দুটির একটি ১৫০ পিক্সেল ও বড়টি ২০০ পিক্সেল।
* ছবিতে যদিও আসেনি কিন্তু টেমপ্লেট এর একেবারে নিচে রয়েছে চারটি কলাম। এই চারটি কলামের সাইজ একটির সাথে অন্যটির পার্থক্য রয়েছে।
* টেমপ্লেটটি ফায়ারফক্সে ব্রাউজার দিয়ে ভালোভাবে দেখা যায়। তাই এখানে ক্লিক করে ফায়ারফক্স ডাউনলোড করুন।
* এছাড়াও এই টেমপ্লেটটিতে এমবেডেড কমেন্ট বক্স, Read More.., সংখ্যাবিহীন লেবেল ইত্যাদি সাধারণ সুবিধা যোগ করা হয়েছে।
আশা করি আপনাদের কাছে এই নতুন টেমপ্লেটটি ভাল লাগবে। আপনি ইচ্ছা করলে ই মেইলে বাংলা ব্লগ টিপস্‌ 'বাংলা হ্যাকস' এর নতুন টিপস্‌গুলোর খবরাখবর জানতে পারেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger