আমার পুরনো টেমপ্লেটটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য হল:-
Name: Ads Theme Blogger Template
Designed by: Eric
URL: http://www.blogging-secret.com/
Converted into Blogger by: eBlog Templates
URL: http://www.eblogtemplates.com/
এই টেমপ্লেটটিকে নিজের কাজের উপযোগী করে নিতে নানারকম পরিবর্তন করেছিলাম। এর মধ্যে
* Read more.
* কলামের মাপমতো আর্কাইভ ড্রপ ডাউন মেনু
* ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন
* ইনলাইন অথবা এমবেডেড কমেন্ট বক্স
* এবং এছাড়াও নানা সুবিধাবলী এই টেমপ্লেট এ যোগ করেছিলাম। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে, এটা অন্যের ডিজাইন করা টেমপ্লেট, এই টেমপ্লেট এ আমার নিজস্ব ব্লগের স্বকীয়তা এবং মৌলিকতা বলতে কিছু নেই।
নিজের স্বাধীনতা, স্বকীয়তা, কল্পনা এবং মৌলিকতা খুঁজে পেতে নিজেই একটি টেমপ্লেট/ থিম এর ডিজাইন করে ফেললাম। এটাকে মিনিমা টেমপ্লেটকে ভিত্তি করে তৈরি করার চেষ্টা করেছি (অবশ্য সব টেমপ্লেট এর ভিত্তি হল মিনিমা টেমপ্লেট)। আপাতভাবে আমার যেসব প্রত্যাশা ছিল, তার বেশিরভাগ এই টেমপ্লেটে পূরণ করতে পেরেছি। আগামীতে হয়তো আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য এই টেমপ্লেটে যোগ করবো।
আমার ডিজাইন করা এই টেমপ্লেট এর কিছু সাধারণ বৈশিষ্ট্য হল:-
* সম্পূর্ণ টেমপ্লেটটির বডি সাইজ হল ৯৭০ পিক্সেল(Body= 970 px)। অর্থাৎ আধুনিককালের মনিটর (Monitor) এর রেজুলেশন (Resolution) উপযোগী করে টেমপ্লেটটিকে তৈরি করা হয়েছে।
* তিন কলাম ডিজাইন (Three Column)
* বামপাশের কলাম অপেক্ষাকৃত সরু। মাত্র ১১৮ পিক্সেল।
* ডানপাশে দুইটি কলাম। তবে উপরে রয়েছে বড় কলাম এবং নিচে রয়েছে অপেক্ষাকৃত সরু দুইটি কলাম। উপরেরটি ৩৬০ পিক্সেল।
* নিচের দুটির একটি ১৫০ পিক্সেল ও বড়টি ২০০ পিক্সেল।
* ছবিতে যদিও আসেনি কিন্তু টেমপ্লেট এর একেবারে নিচে রয়েছে চারটি কলাম। এই চারটি কলামের সাইজ একটির সাথে অন্যটির পার্থক্য রয়েছে।
* টেমপ্লেটটি ফায়ারফক্সে ব্রাউজার দিয়ে ভালোভাবে দেখা যায়। তাই এখানে ক্লিক করে ফায়ারফক্স ডাউনলোড করুন।
* এছাড়াও এই টেমপ্লেটটিতে এমবেডেড কমেন্ট বক্স, Read More.., সংখ্যাবিহীন লেবেল ইত্যাদি সাধারণ সুবিধা যোগ করা হয়েছে।
আশা করি আপনাদের কাছে এই নতুন টেমপ্লেটটি ভাল লাগবে। আপনি ইচ্ছা করলে ই মেইলে বাংলা ব্লগ টিপস্ 'বাংলা হ্যাকস' এর নতুন টিপস্গুলোর খবরাখবর জানতে পারেন।