রিলিজ হল উবুন্টু ৮.১০

প্রত্যেক বৎসরের ন্যায় এবারও বৎসরের দ্বিতীয়ার্ধে উবুন্টুর পূর্ববর্তী ভার্সনের পরের ভার্সন অর্থাৎ উবুন্টু ৮.১০ রিলিজ হল। এই ভার্সনটির কোড নাম ইন্ট্রাপিড আইবেক্স। আগ্রহীরা এখানে ক্লিক করে ডাউনলোড শুরু করুন।
এর আগের ভার্সনটির নাম ছিল হার্ডি হ্যারন। সেই ভার্সন এর তুলনায় এই ভার্সনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কয়েকটি পরিবর্তন নিম্নরূপ:-
  • প্যানেলগুলো আরও উজ্জ্বল হয়েছে।
  • বাটনগুলো আরও সুন্দর গ্লসি (ক্লিয়ারলুকের মতো)।
  • ডিফল্ট মেন্যুও আরও উজ্জ্বল। কাজের জন্য সুবিধাজনক।
  • নটিলাস ফাইল ম্যানেজারেও পরিবর্তন করা হয়েছে। যেমন ট্যাব ব্রাউজিং এবং রিমুভেবল মিডিয়া মাউন্ট-আনমাউন্ট করা হয়েছে আরও সহজ ও দ্রুত।
  • নতুন কিছু কাজের এ্যাপলেট দেয়া হয়েছে।
  • রিস্টার্ট/সাটডাউন/লগআউট/সুইচ ইজার ইত্যাদি একটা মেন্যুতে নিয়ে আসা হয়েছে।
  • এছাড়াও পাসওয়ার্ড মনে রাখা অর্থাৎ একবার পাসওয়ার্ড দিয়ে দিলে আর বারবার দিতে হবে না।
টরেন্ট থেকে এই লিংক দিয়ে ডাউনলোড করতে পারেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger