আপনার পোস্টটি (Your Blog Post) পাঠকের নিকট কেমন লাগলো তা এখন জেনে নেয়া অতি সহজ। আপনারা জানেন যে, ব্লগে প্রকাশিত লেখাটি পাঠকের নিকট কেমন লাগলো, তা তিনি মন্তব্য (Comment) আকারে জানাতে পারেন। কিন্তু যদি লেখাটি সম্পর্কে একটি ক্লিক (Click) দিয়েই তিনি তাঁর অনুভূতি প্রকাশ করতে পারেন, তাহলে কি তা আরও ভালো হয় না? হ্যাঁ, তাই পাঠকের অনুভূতি বা প্রতিক্রিয়া প্রকাশের সুযোগ দিতে ব্লগার চালু করেছে এক নতুন ফিচার। আর এর নাম Reaction বা প্রতিক্রিয়া।
নিচের ছবিটি (Image) দেখুন পোস্টের নিচে টিক (Tick) দেয়ার বক্সে (Box) পাঠক সাধারণ (Reader/ Visitor) তাদের অনুভূতি (Emotion) প্রকাশ করেছেন।
আপনি ইচ্ছে করলে Reaction এর সংখ্যা কমবেশিও করতে পারেন। নিচের ছবিতে দেখুন, মাত্র দুটি অনুভূতি প্রকাশের সুযোগ রয়েছে।
আপনার ব্লগে এই বিশেষ ফিচারটি কার্যকরী করতে হলে লগইন (Login) করে Layout অংশে যান। সেখানে Page Elements ঘরে Blog Posts নামক এলিমেন্টটি লক্ষ্য করুন।
এই এলিমেন্টের নিচে ডানপাশে Edit লেখা রয়েছে। সেখানে ক্লিক (Click) করলে নিচের ছবির মতো একটি অংশ ওপেন হবে। এই অংশের Reaction লেখাটির বামপাশের বক্সে টিক চিহ্ন দিয়ে দিন। আপনি ইচ্ছে করলে Reaction লেখাটির বদলে অন্যকিছুও লিখতে পারেন। Edit লেখাতে ক্লিক করে এই অংশের সেটিংস (Settings) ইচ্ছেমতো সেট (Set) করতে পারেন।
এবার সেভ (Save) করুন। অন্য ট্যাবে থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করুন। আপনার Reaction অংশ প্রতিটি ব্লগপোস্টের নিচে দেখা যাচ্ছে।
ছবি ও তথ্যসূত্র: ব্লগারবাজ