এডব কোম্পানীর ফটোসপ একটি বিখ্যাত সফটওয়ার। ছবি এডিট থেকে শুরু করে বিভিন্নরকম টেক্সট ইফেক্ট দিতে এর জুড়ি মেলা ভার। ফটোশপে যারা দক্ষ তারা এত সুন্দর ও অদ্ভূত রকমের ছবি তৈরি করতে পারেন, যে মোহিত হতে তাকিয়ে থাকতে হয়। যে কোন সফটওয়ার শেখার প্রধান এবং অন্যতম উপায় হল সেই সফটওয়ারের হেল্প ফাইল পড়া। কিন্তু ফটোশপের বিভিন্ন টেকনিক এর ডিফল্ট হেল্প ফাইলে দেয়া নাই। এর জন্য ফটোশপে এক্সপার্টদের শরণাপন্ন হতে হয়। ঘন্টার পর ঘন্টা ব্যয় করে শেখা তাদের পদ্ধতিগুলো তারা অনেকে অন্যদের সাথে শেয়ার করেন। এরকম কয়েকটি ওয়েবসাইট হল:
এছাড়াও গুগলে Photoshop Tutorial লিখে সার্চ করলে অসংখ্য লিঙ্ক চলে আসবে। আপনি ইচ্ছা করলে এগুলোর মধ্যে থেকে যে কোন একটা বেছে নিয়ে শুরু করতে পারেন আপনার ফটোশপ শেখা।