গুগলের তৈরি নতুন ব্রাউজার প্রকাশিত হয়েছে। ক্রোম নামের এই ব্রাউজারটি ডাউনলোড করা যাচ্ছে এই লিংক থেকে।ফায়ারফক্স, সাফারী, অপেরাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবার জন্য এই ব্রাউজার বাজারে এনছে গুগল। এসেই আলোড়ন তুলেছে অনলাইন জগতে। দাবী করা হচ্ছে যে, এটা হল সবচাইতে দ্রুত এবং শক্তিশালী ব্রাউজার। দেখা যাক। সময় বলে দেবে গুগলের তৈরি ক্রোম ব্রাউজার যুদ্ধে কতদূর এগিয়ে যেতে পারে।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

