এক নতুন ব্রাউজার

এক নতুন ব্রাউজারের আগমনের প্রতীক্ষায় রয়েছে সারা পৃথিবী। আগামীকাল গুগল কোম্পানী এক নতুন ব্রাউজারের অফিসিয়াল প্রকাশ ঘটাতে যাচ্ছে। এর নাম দেয়া হয়েছে ক্রোম (Chrome)। মোজিলা'র ফায়ারফক্সের সামর্থ্য ও অ্যাপলের সাফারি ব্রাউজারের দৃষ্টিনন্দন অনুভব সব মিলিয়ে জন্ম নিয়েছে ক্রোম ব্রাউজার। বর্তমান কালের ব্রাউজারগুলোকে অনেক বেশি কাজ করতে হয়। এখনকার ওয়েবসাইটগুলো শুধুমাত্র কতকগুলো ওয়েব পেজ দিয়ে তৈরি হয় না। এগুলো তৈরি হয় এপ্লিকেশন দিয়ে। এই এপ্লিকেশন ছাড়াও ওয়েবের পাতাগুলো সাজানো থাকে বিভিন্ন রকমের জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল কোড, ফ্লাশ, প্লাগইন ইত্যাদি দিয়ে। এছাড়াও আমরা ব্রাউজারকে ব্যবহার করি অনলাইনের জানালা হিসেবে। এই জানালা দিয়ে আমরা পৃথিবীর রূপ রস গন্ধ প্রাণভরে উপভোগ করি। অর্থাৎ আমরা অনলাইনে এই ব্রাউজার দিয়েই পড়াশোনা করি, তথ্য বিনিময় করি, বিনোদন করি, বন্ধুদের সাথে চ্যাট বা মেইল দিয়ে যোগাযোগ করি। ভিডিও দেখি, গান শুনি, আবার ভিডিও বা গান অন্যদের সাথে শেয়ার করি। বিভিন্ন ফোরামে যোগদান করি। এই সবগুলো কাজ করার জন্য রয়েছে অনলাইনভিত্তিক বিভিন্ন সফটওয়ার। এই এপ্লিকেশন সফটওয়ারগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রয়োজন উপযোগী ব্রাউজার।

মানুষের বহুমুখী অনলাইন তৃষ্ণাকে মেটাবার উপযোগী করে এই ক্রোম ব্রাউজারটিকে তৈরি করা হয়েছে। বিস্তরিত জানার জন্য এই লিংকে ক্লিক করে গুগলের অফিসিয়াল ব্লগের ঘোষণাটা দেখতে পারেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger