একটি নতুন ব্রাউজার আগামীকাল থেকে অনলাইন জগতে রাজত্ব করতে আসছে। এর নাম ক্রোম (Google Chrome)। এটা হবে ওপেন সোর্স। ফায়ারফক্স আর সাফারি ব্রাউজারের এক অভূতপূর্ব সমন্বয় নিয়ে এই ব্রাউজার প্রকাশিত হবে আগামীকাল।
গুগলের অন্যান্য সার্ভিসগুলোর মতই এই সার্ভিসটিও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই ব্রাউজার বর্তমানের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্সের আসন টলিয়ে দিতে পারবে। পারুক বা না পারুক দারুণ একটা প্রতিযোগিতা যে হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই।
ব্রাউজার হল অনলাইনের জানালা। এই ব্রাউজার দিয়েই আমরা অনলাইনে সার্ফ করি, বিভিন্ন সাইট ভিজিট করি, বিনোদন করি, জিনিসপত্র কেনাকাটা করি। অর্থাৎ অনলাইনের যাবতীয় কাজ আমরা ব্রাউজারের মাধ্যমেই করে থাকি। তাই ব্রাউজারকে আরও বেশি নির্ভরযোগ্য করার জন্য গুগল, আরও বেশি কাজ করার উপযোগী করার জন্য গুগল গ্রুপ দিনরাত সমানতালে পরিশ্রম করে যাচ্ছে।
ক্রোম দিয়ে যে সব কাজ করার প্রত্যাশা করা হচ্ছে, তার একটি কমিক রয়েছে এই পাতায়। এখানে প্রথমেই বলা হয়েছে যে আজকাল আমরা ওয়েবসাইট ভিজিট করি শুধুমাত্র ওয়েবপেজ এর জন্য নয়। এখন আর ওয়েবসাইটগুলো শুধুমাত্র কয়েকটি পেজের সমাহার নয়। এখনকার ওয়েবসাইটগুলো বেশিরভাগই এপ্লিকেশন (Application)। মানুষ এখন ব্রাউজার দিয়ে ভিডিও, সফটওয়ার, ফাইল ডাউনলোড করে, এসব আপলোড করে, পরস্পরের সঙ্গে চ্যাট করে, বিভিন্ন ওয়েব ভিত্তিক গেম খেলে। এছাড়াও ওয়েবের পাতাগুলো বিভিন্নরকমের ইন্টারএকটিভ উপাদান দিয়ে ভর্তি। যেমন জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল কোড, ফ্লাশ, প্লাগইন ইত্যাদি উপদান দিয়ে ভর্তি থাকে। এই সবকিছুকে সঠিকভাবে ধারণ করা ও সঠিক ফলাফল প্রদর্শন করার জন্য প্রয়োজন আধুনিককালের উপযোগী একটি ব্রাউজার। এতদিন ফায়ারফক্স এই সুবিধাগুলো দিয়ে আসছিল। ওপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার এর মধ্যে এই সুবিধাগুলো ধীরে ধীরে সন্নিবেশিত করা হচ্ছিল। গুগল চাচ্ছে এমন একটি ব্রাউজার তৈরি করা যা হবে আধুনিক প্রযুক্তির উপযোগী। শক্তিশালী, সরল, দ্রুত লোড হয় ইত্যাদি বৈশিষ্ট্যগুণে গুণান্বিত। আর তাদের এই সব যাবতীয় কল্পনার বাস্তবায়ন ঘটতে যাচ্ছে আগামীকাল। তারা উন্মোচন করছে এক নতুন মাত্রার ব্রাউজার, যার নাম ক্রোম (Chrome)।
এই খবরটি রয়েছে গুগলের অফিসিয়াল ব্লগে।