ব্লগারের লেআউট অপশনে (Layout Option) চারটি প্রধান অংশ আছে। এগুলো হলো
* Page Elements
* Fonts and Colors
* Edit HTML
* Pick New Template
একে একে সবগুলো আলোচনা করি। ব্লগারের লেআউট অপশনে যেতে হলে ড্যাশবোর্ডে Layout লেখা অংশে ক্লিক করুন (যারা পুরনো ব্লগার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে Template বাটনে ক্লিক করতে হবে। সে বিষয়ে আর একদিন আলোচনা করা যাবে)। Layout অংশে ক্লিক করলে আপনি নিচের ছবির মতো একটি পৃষ্ঠায় চলে আসবেন।
এই পেজের প্রথমে রয়েছে:# Page Elements: এই পেজ এলিমেন্ট হলো আপনার ব্লগে থাকা বা লাগানো বিভিন্ন উপাদানের সমাহার। নিচের ছবিটি লক্ষ্য করে দেখুন। এটা বাংলা হ্যাকস ব্লগের পেজ এলিমেন্ট অংশ। এখানে ব্লগের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের প্রয়োজনীয় Gadget লাগানো হয়েছে।
Preview লেখা রয়েছে, সেখান Save বাটনে ক্লিক করে আপনার পরিবর্তনকে স্থায়ী করে নিন। এবং আলাদা ট্যাবে থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করে দেখুন। আপনার প্রয়োজনীয় গেজেট এড (Add) হয়ে গেছে।
# Fonts and Colors: এই অংশে আপনার ব্লগের শরীরের বিভিন্ন উপাদানের রঙ (Color) ও ফন্ট (Font) পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। এই অংশটিও ব্লগভেদে বিভিন্ন রকম হতে পারে। যে রকম টেমপ্লেটে (Template) যেসব সুবিধা রয়েছে সেইসব টেমপ্লেটের ডিজাইন (Design) ও সুবিধা অনুযায়ী ব্লগের বিভিন্ন অংশের রং পরিবর্তন করার অপশন এখানে থাকবে।
এই অংশে সাধারণভাবে আপনি আপনার ব্লগের বডিকালার (Body color), সাইডবার কালার (Sidebar Color), টেক্সট কালার (Text Color), লিংক কালার (Link color), ভিজিটেড লিংক কালার (Visited Link color), ইত্যাদি পরিবর্তন (Change) করতে পারবেন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

