যারা ওয়ার্ডপ্রেস (Wordpress) বিষয়ক টিউটোরিয়ালগুলো পাঠ করেছেন, তাদের কাছে আমার ব্লগের খেরোখাতা (Dashboard) মোটেও জটিল মনে হবে না।
প্রথমে আমারব্লগ.কম এ যান। মূল পৃষ্ঠায় গিয়ে ডান পাশের কোণায় থাকা আমার মেনু অংশে নাম (Name) ও পাসওয়ার্ড (Password) লিখে দিন। এরপর সাইন ইন বাটনে প্রেস করে আপনার একাউন্টে লগইন করুন। একটি গাঢ় নীল-কালো মেশানো রঙের নতুন পেজে আপনি প্রবেশ করবেন। এটাই আমারব্লগ.কম এর ড্যাশবোর্ড (Dashboard) বা খেরোখাতা।
এখান থেকে আপনি আমারব্লগে নতুন পোস্ট (New Post) লিখতে পারবেন। শুরু করতে পারবেন স্বাধীনতাপ্রত্যাশী ব্লগারদের সাথে মতবিনিময়। মেতে উঠতে পারবেন সমকালীন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক আলোচনায়। চায়ের কাপে ঝড় তোলার মতো ব্লগেও তুলতে পারবেন কোন ব্লগঝড়।
এই অংশ থেকেই আপনি আপনার কোন লেখাতে করা অন্যের মন্তব্যগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। করতে পারবেন নিজের লেখার বিভিন্ন রকমের সম্পাদনা (Edit)।
খেরোখাতার ছবি থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমারব্লগ.কম এর খেরোখাতা ওয়ার্ডপ্রেসের মূল ড্যাসবোর্ডের মতো ততোটা জটিল নয়। এখানে মাত্র চারটি প্রধান মেনু (Main Menu) রয়েছে। প্রত্যেকটা মেনুর উপরে মাউস নিয়ে গেলে দেখবেন যে সাবমেনুর (Submenu) সংখ্যাও অতি অল্প। মাত্র তিনটি সাবমেনু রয়েছে শুধুমাত্র ২টি মেনুতে।
মেনুগুলোর মধ্যে প্রধান মেনু হল খেরোখাতা।
এখানে একটি বিশেষ সুবিধা ব্লগারদের জন্য আমার ব্লগের পক্ষ থেকে চালু করা হয়েছে যা আর অন্য কোন ব্লগিং প্লাটফরমে নেই। আর তা হল গুগল বিজ্ঞাপন । এই অংশে গিয়ে আপনি গুগলের এডসেন্স (Google Adsense) প্রোগ্রামের PUB কোড দিয়ে দিতে পারেন। তাহলে আপনার লেখার নিচে এই কোডএর আওতাভুক্ত গুগল বিজ্ঞাপন দেখাবে। আর সে থেকে আপনি আয় করতে পারবেন শত শত ডলার।
এই মুহূর্তে কতজন ব্যবহারকারী আমারব্লগ ব্যবহার করছে তা দেখা যাবে (তাদের ইউজার নেম) খেরোখাতা অংশের WP-User Online অংশ থেকে।
লিখুন: এই অংশ হল আপনার ব্লগের লেখালেখি শুরু করার জায়গা। এখানে ক্লিক করে শুরু করে দিন নতুন নতুন পোস্ট লিখা।
ম্যানেজ: এখানে আপনি আপনার পুরনো কোন লেখার বা ড্রাফট হিসেবে সেভ করে রাখা কোন লেখার কনটেন্ট সম্পাদনা করতে পারেন। কোন ভুল ভ্রান্তি থাকলে তা ঠিক করে নিতে পারেন। এছাড়াও কি কি মিডিয়া আপলোড করা হয়েছে, তার তালিকা দেখতে পারবেন Media Library অংশ থেকে।
প্রোফাইল: এখানে রয়েছে তিনটি সাবমেনু। আপনার প্রোফাইল, কমেন্ট সাবস্ক্রিপশন, Your Notes ইত্যাদি সংশোধন, নতুনভাবে সংযোজন বা সম্পাদনা করা যাবে।
আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা কাজের জন্য আমারব্লগ.কম এর নিজস্ব টিউটোরিয়াল অংশটি সমৃদ্ধ। এখানে পাঠকদের করা বিভিন্নরকম প্রশ্নগুলোর একটা একটা করে উত্তর দেয়া হয়েছে। ফলে আপনার মাথায় আসা নতুন প্রশ্ন বা মুখোমুখি হওয়া নতুন সমস্যার সমাধান পেতে পারেন এখান থেকেই।
আমার ব্লগের খেরোখাতা- সাধারণ পরিচিতি
Posted by: Aero River
Labels:
Tutorial,
আমারব্লগ.কম,
টিউটোরিয়াল,
বাংলা ব্লগিং