আমার ব্লগে ব্লগ লিখুন

আমরা ইতিমধ্যেই আমারব্লগ.কম (amarblog.com) নামক একটি বিখ্যাত বাংলা ব্লগিং প্লাটফরমের সাথে পরিচিত হয়েছি। এই ব্লগের সবচাইতে প্রধান সুবিধা হল এটা শেখা সহজ (Easy)। ওয়ার্ডপ্রেস (Wordpress) সফটওয়ার দিয়ে তৈরি করা এই ব্লগটি দেখতে সুন্দর (Nice), ব্যবহারবান্ধব (User Friendly) এবং আধুনিক (Modern)। সম্পূর্ণভাবে ডিজাইনটা (Design) এমনভাবে তৈরি করা হয়েছে যে, একজন নতুন ব্যবহারকারী/ ব্লগার (New user/ blogger) নতুন করে কোন কিছু না শিখেই সাধারণ কম্পিউটারের (Computer) ব্যবহারের জ্ঞান দিয়ে আমারব্লগে ব্লগিং শুরু করে দিতে পারবে। কোন ধরণের ট্রেনিং (Training) বা টিউটোরিয়াল (Tutorial) শেখার প্রয়োজন পরবে না। নিজে থেকে সবকিছু বুঝে নিতে পারবে। এছাড়াও ওয়ার্ডপ্রেস সফটওয়ারটি নিপুণভাবে কাস্টমাইজ (Customize) করার কারণে ডিফল্ট (Default) হিসেবে থাকা বিভিন্ন রকমের ফিচার (Feature) বাদ দেয়া হয়েছে, ফলে এর ড্যাশবোর্ড (Dashboard) বা খেরোখাতাটি হয়ে উঠেছে সম্পূর্ণ জটিলতামুক্ত।


প্রথমে আমারব্লগ.কম এ যান। মূল পৃষ্ঠায় গিয়ে ডান পাশের কোণায় পাশের ছবিটির মতো একটি অংশ দেখতে পারবেন। এখানে আমার মেনু লেখার নিচে নাম (Name) ও পাসওয়ার্ড (Password) লেখার জন্য টেক্সটবক্স (Textbox) আছে। তার নিচে লেখা রয়েছে রেজিস্ট্রেশন (Registration) (লাল রঙের গোল চিহ্নিত)। আপনি যদি আমারব্লগ.কমে পূর্বেই রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে নাম ও পাসওয়ার্ড লেখা অংশে আপনার রেজিস্ট্রেশনকৃত নাম ও পাসওয়ার্ড দিন। আর যদি এখন রেজিস্ট্রেশন করতে চান অর্থাৎ আগে থেকে আপনি এই ব্লগে কোন একাউন্ট (Account) খুলে না থাকেন, তাহলে লাল রঙে চিহ্নিত রেজিস্ট্রেশন লেখার উপলে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনাকে আমারব্লগ.কম এ নিয়মিত ব্লগার হিসেবে লেখালেখি শুরুর জন্য সদস্য হতে হবে। সদস্য (Member) হওয়ার জন্য কোন টাকা-পয়সা বা কোনরকমের ফি দিতে হবে না। এটা সম্পূর্ণ ফ্রি (Free)। একেবারে বিনাপয়সায় আপনি আমারব্লগ.কম এ স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার জন্য একটি সদস্যপদ পেতে পারবেন।

রেজিস্ট্রেশন লেখাটির উপরে ক্লিক (Click) করার পরে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
এই অংশটি আপনাকে কিছুটা সাবধানতার সাথে পূরণ করতে হবে।
পাশের ছবিতে দেখুন।
ব্যবহারকারি: এখানে আপনি যে নামে আমারব্লগ.কম এ নিজের একাউন্টটি খুলতে চান, তা লিখুন।
ইমেইল: এই অংশে আপনার যে ইমেইল একাউন্টটি (যদি একাধিক থাকে) আমারব্লগ.কম এর রেজিস্ট্রেশন কাজে ব্যবহার করতে চান তা দিন।
পাসওয়ার্ড অংশে পাসওয়ার্ড লিখুন। নিশ্চিত করার জন্য নিচের শূন্য ঘরে আবার একই পাসওয়ার্ডটি লিখুন। এবার সবার নিচে লেখা রেজিস্টার বাটনে ক্লিক করুন। আপনার প্রদত্ত ইমেইল (Email) ঠিকানায় একটা কনফার্মেশন (Confirmation) ইমেইল (E mail) আসবে। এখানে দেয়া কনফার্মেশন লিংকে (Link) ক্লিক করলে আর একটি মেইল দিয়ে আপনাকে একটি পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। এখন রেজিস্ট্রেশনের সময় দেয়া নাম ও নতুন পাওয়া পাসওয়ার্ড দিয়ে http://amarblog.com/wp-login.php এখানে আপনি লগ ইন করুন। শুরু করে দিন আমারব্লগে পোস্টিং (Posting) করা। স্বাধীনভাবে, কোনরকম ভয়ভীতি থেকে মুক্ত হয়ে, রক্তচক্ষুর চোখ রাঙানিকে অগ্রাহ্য করে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger