সামহোয়ার ইন ব্লগ ১ম পর্ব

বাংলা ভাষায় ব্লগিং এর ইতিহাস বাংলাদেশে বা পৃথিবীতে খুব একটা বেশি দিনের নয়। আসলে এর প্রধান কারণ অনলাইনে বাংলায় লেখাজোকা করার জন্য কোন ভাল সফটওয়ার ছিল না। বাংলা ফন্ট নিয়েও নানারকম সমস্যা ছিল। কিন্তু গত কয়েকবৎসর হল এই সমস্যার সমাধান অনেকাংশে মিটে গেছে। ফলে এখন অনলাইনে বাংলায় ব্লগিং বা বাংলায় ওয়েবসাইট প্রকাশ করা খুব সহজ হয়ে গেছে। এক অভ্র সফটওয়ার ব্যবহার করেই আপনি অনলাইনে অনায়াসে এবং স্বচ্ছন্দে বাংলায় লেখালেখি করতে পারেন। নিজস্ব ওয়েবসাইটকে সম্পূর্ণ বাংলায় রূপান্তরিত করতে পারেন।

আজ আমরা আলোচনা করব এক বিখ্যাত অনলাইন বাংলা ব্লগিং কমিউনিটি সামহোয়ার ইন ব্লগ নিয়ে। বাংলায় লেখালেখির জগতে সামহোয়ার ইন পথিকৃৎ এর ভূমিকা পালন করেছে। এখানে দেশের ও বিদেশের কয়েক হাজার বাংলাভাষাপ্রেমী বাঙালি বাংলায় ব্লগিং করে। বিভিন্ন রকম বিষয় নিয়ে প্রতিদিন অসংখ্য পোস্ট এই সাইটে প্রকাশ করা হয়। এই পোস্ট বা লেখাগুলো নিয়ে অন্যান্য ব্লগারদের বিভিন্ন রকম মন্তব্য এই সাইটের প্রধান আকর্ষণের বিষয়। আপনি যে কোন বিষয় নিয়ে এখানে লেখালেখি করতে পারেন। আনন্দ, দুঃখ, চিন্তা, পরিকল্পনা, আইডিয়া বা সমস্যা, যে কোন বিষয়কে আপনি অন্যান্য সবার সাথে শেয়ার করতে পারেন। নিজের সমস্যায় অন্যের কাছ থেকে সাহায্য বা পরামর্শ পেতে পারেন। এরকম একটি কার্যকরী ও জনপ্রিয় ব্লগিং সাইট নিয়েই আমাদের আজকের এই আলোচনা।



সামহোয়ার ইন ব্লগকে বাংলায় বলা হয় 'বাঁধ ভাঙার আওয়াজ'। সামহোয়ার ইন ব্লগের কর্তৃপক্ষ নিজেদের এই সাইট সম্পর্কে বলেছেন-
বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়ারইন ইন ব্লগ), সামহোয়্যার ইন লিমিটেড পরিচালিত বাংলা ব্লগের সম্পূর্ন নতুন একটি মাধ্যম যেখানে আপনি আপনার নিজের ব্লগ তৈরি করতে পারেন এবং অন্যের ব্লগে মন্তব্য করতে পারেন আপনার মাতৃভাষা বাংলায়।
এই সাইটের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন (Frequently Asked Question- faq) বিভাগে অনেক গুলো প্রশ্নের উত্তর দেয়া আছে। আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন। এই পেজের ৭ নং প্রশ্নের উত্তরে কিভাবে সামহোয়ার ইনে নাম লেখাবেন অর্থাৎ রেজিস্ট্রেশন (Registration) করবেন তা লেখা আছে।
বাঁধ ভাঙার আওয়াজ’ এর হোম পেজে যান :http://www.somewhereinblog.net। ওখানে উপেরর মেনুতে রেজিস্ট্রেশন শব্দটির উপর ক্লিক করলে রেজিস্ট্রেশন পাতাটি আসবে। ওখানে পছন্দসই লগইন নাম ও একটি কার্যকরী ইমেইল ঠিকানা দিন। আপনার ইমেইল ঠিকানাটি কার্যকরী না হলে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে না এবং আপনার ব্লগ শুরু করতে পারবেন না। এটি পরবর্তীতেও কার্যকরী থাকা জরুরি কারন সামহোয়ারইনের বিভিন্ন সংবাদ ও আপডেট জানানো হবে ওই ইমেইলে। আর এছাড়াও আপনি ইমেইল নোটিফিকেশন অপশনটি চাইলে আপনার লেখার উপর বিভিন্ন মন্তব্য হলে তা জানিয়ে দেয়া হবে।
প্রশ্নবোধক চিহ্নর উপরে মাউস নিয়ে গেলে বিস্তারিত গাইড পাওয়া যাবে।
ব্লগের নাম ইংরেজীতে লিখুন। এটি কম অক্ষর হওয়া ভাল কারন মনে রাখা সহজ হবে। এটিই হবে আপনার ব্লগের ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস(যেমন www.somewhereinblog.net/blog/swarga ।
ব্লগ ব্যবহারের শর্তাবলীতে একমত হলে বাটনটি চাপ দিয়ে রেজিস্টার করুন।
কিছুক্ষন অপেক্ষা করুন আপনার কাছে একটি ইমেইল যাবে । যদি আপনার মেইলের ইনবক্সে ইমেইলটি দেখতে না পান তবে আপনার জান্ক মেইল বা বাল্ক মেইল ফোল্ডার চেক করুন। ওই মেইল অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

আজ আমরা ধাপে ধাপে এই প্রক্রিয়াগুলো চিত্রের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব।

পাশের ছবির মত জায়গায় ক্লিক (Click) করুন। নিচের ছবির মত আর একটি পেজ (Page) আসবে। সেখানে প্রয়োজনীয় জায়গায় আপনার লগইন নাম (Log in name) (ইংরেজিতে), ইমেইল এড্রেস (Email Address), পাসওয়ার্ড (Password)(দুইবার লিখতে হবে, কোন ভুল করলেন কি না, সেটা যাচাই করার জন্য), বাংলায় আপনার নাম ইত্যাদি লিখুন।

উপরের ফরমের (Form) ঘরগুলো সঠিকভাবে পূরণ (Fill) করার পর নিচের ছবির মত জায়গায় লেখা নিয়মকানুনগুলো (Rules) ভালমত পাঠ করুন। যদি শর্তগুলো আপনার নিকট গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে নিচে একমত (Accept) লেখা বাটনে (Button) ক্লিক (Click) করুন।
এবার নিচের ছবির মত আর একটি পেজ আসবে এখানে লেখা আছে -"আপনার রেজিস্ট্রেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। একাউন্ট একটিভ করার জন্য আপনার মেইল বক্স চেক করুন। না পাওয়া গেলে বাল্ক ফোল্ডারটিও চেক করুন।" অনেক সময় আমাদের মেইল প্রোভাইডারগুলো কোন কোন মেইলকে স্প্যাম (Spam) হিসেবে মনে করে স্প্যাম বা বাল্ক ফোল্ডারে (Bulk Folder) রেখে দেয়। সে জন্য আপনাকে সামহোয়ারের একটিভেশন মেইল (Activation mail) পাওয়ার জন্য স্প্যাম বা বাল্ক ফোল্ডারটিকেও চেক (Check) করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
দু'এক মিনিটের মধ্যেই আপনার মেইল বক্সে একটিভেশন মেইলটি এসে যাবে। এটা দেখতে হবে নিচের ছবির মত।
এখানে নীল রঙের আন্ডারলাইন (Underline) দেয়া লাইনটিতে ক্লিক (Click) করুন। অথবা সমস্ত লাইনটি কপি (Copy) করে নিয়ে ব্রাউজারের (Browser) এড্রেসবারে (Address bar) পেস্ট (paste) করে এন্টার (Enter) বাটন প্রেস করুন। আপনার নাম ও ইমেইলটি সামহোয়ার ইন ব্লগে রেজিস্ট্রিকৃত হয়ে যাবে। এরপর আরও কাজ আছে। আর তা জানাব আগামী পর্বে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger