সামহোয়ার ইন ব্লগ ২য় পর্ব

গত পর্বে দেখেছি যে কিভাবে সামহোয়ার ইন ব্লগে (Somwhereinblog) রেজিস্ট্রেশন (Registration) করতে হয়। এই টিউটোরিয়ালের (Tutorial) শেষে আমরা দেখেছিলাম যে রেজিস্ট্রেশনে শেষ পর্যায়ে আপনার নিকট একটি একটিভেশন লিংক (Activation Link) পাঠানো হয়েছে। এই লিংকে ক্লিক (Click) করলে আপনার নিকট উপরের ছবিটির মত আর একটি মেইল (Mail) পাঠানো হবে। এখানে আপনাকে সামহোয়ার ইন ব্লগে অভিনন্দন (Congratulation) জানিয়ে ব্লগ (Blog) লেখা শুরু করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

আজ আমরা জানবো একটিভেশন লিংকে ক্লিক করার পর আপনার ব্লগটিকে কিভাবে সাজাবেন (Configuration)। অর্থাৎ ব্লগের নাম (Blog name), আপনার ছবি আপলোড (Picture upload/ Avatar), ব্লগ ও আপনার সম্পর্কে কিছু বর্ণনা ইত্যাদি কিভাবে দেবেন তার বিশদ বিবরণ।


আপনার কাছে পাঠানো ইমেইল একটিভেশন লিংক এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেজ (Page) আসবে। এখানে আপনার সম্পর্কে কিছু সাধারণ তথ্য (General information) দিন।

প্রয়োজনীয় ঘরগুলোতে আপনার জন্ম তারিখ (Birth date), আপনি পুরুষ নাকি মহিলা (Male/ Female), আপনি যে শহরে বাস করেন, সেই শহরের নাম (Town), আপনার দেশের নাম (Country) এবং আপনার সম্পর্কে কিছু তথ্য প্রদান করুন। এরপর পরের পাতা লেখা বাটনে ক্লিক করুন। এবার আর একটি ফরম আসবে। নিচের ছবির মত এই ফরমে (Form) আপনার ব্লগের একটি নিজস্ব নাম প্রদান করুন।
এছাড়াও এখানে আপনি আপনার একটি নিজস্ব ছবি (Avatar) প্রদান করতে পারবেন। কম্পিউটারে (Computer) থাকা যে কোন সাইজের ছবিকে Browse বাটনে ক্লিক করে দেখিয়ে দিন। এরপর Upload বাটনে প্রেস করে ছবিটিকে আপলোড করুন। ছবিটি নিজে থেকেই প্রয়োজনীয় আকার ধারণ করবে। এরপর শেষ বাটনটিতে প্রেস করলেই আপনি অটোমেটিকভাবে সামহোয়ার এর প্রথম পৃষ্ঠায় (First page) চলে যাবেন। এর অর্থ সামহোয়ার ইন এ আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে (Registration complete)। আপনি এখন ব্লগ লেখা শুরু করতে পারেন (Start Blogging)।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger