শ্যাওলা থেকে জ্বালানী

জ্বালানী সাধারণত জৈব পদার্থ থেকেই তৈরি হয়। বা বলা যায় সাধারণ জ্বালানীমাত্রই জৈবপদার্থ। এই জ্বালানীর প্রয়োজনীয়তা সভ্যতার টিকে থাকার সাথে সম্পর্কযুক্ত। দিনে দিনে জৈব জ্বালানী যে পরিমাণে ব্যবহার হচ্ছে তাতে পৃথিবীর আবহাওয়ামণ্ডল দীর্ঘস্থায়ী ক্ষতির শিকার হচ্ছে। কার্বন ডাই অক্সাইড, ওজোন স্তর ইত্যাদির মাধ্যমে পৃথিবীর বাসযোগ্য আবহাওয়া বিপন্ন হচ্ছে। পরিবর্তিত হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির সময়সূচী। বেড়ে যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানী খোঁজার জন্য বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই।
পেট্রোলের বিকল্প তৈরির জন্য বিজ্ঞানীদের চেষ্টা অনেকদিনের। কিছুদিন আগে গম ভুট্টা প্রভৃতি খাদ্যযোগ্য ফসল থেকে ইথানল তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু এতে মানুষের খাদ্য ভান্ডারে টান পরার আশংকা থেকেই যা। এমন পরিস্থিতিতে যুক্তরাস্ট্রের এক বাংলাদেশী বিজ্ঞানী শ্যাওলা থেকে ইথানল আবিষ্কারের কৃতিত্ব দেখিয়েছেন। এতে আলাদা করে কোন টাকা খরচ করতে হবে না। প্রচুর আলোবাতাস পায় এমন জলাভূমিতেই এই শ্যাওলার আবাদ করা যেতে পারে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger