Tomato light


টমাটো শুধু খাবার নয় বাতি জ্বালাবার শক্তিও বটেঃ
আমরা এত দিন জেনে এসেছি যে টমাটো শুধু একটা মজার ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু কেউ কি কখন ভেবে দেখেছি এই টমাটো দিয়ে ঘরে টেবিল লাইট জ্বালিয়ে বই পড়তে পারব?হ্যা, এটাও সম্ভব হয়েছে। এখন থেকে সম্পুর্ণ খাদ্য উপযোগী টমাটো দিয়ে লিড লাইট জ্বালাতে পারবেন। সম্প্রতি মিলানে অনুষ্ঠিত আসবাব মেলায় এটা প্রদর্শন করা হয়েছে।
টমাটোর সাইট্রিক এসিডের সাথে জিঙ্ক এবং কপারের রাসায়নিক বিক্রিয়ার ফলে উদ্ভুত বৈদ্যুতিক শক্তি দিয়ে এই অবিশ্বাস্য কাজটি সম্ভব হয়েছে। শুধু মাত্র বাতি জ্বালাবার কৌশল নয় কোথা থেকে এবং কি ভাবে শক্তি সংগ্রহ করা যায় এমন একটি সামাজিক সচেতনতার উত্স পাওয়া গেছে। টমাটো যতক্ষণ পর্যন্ত বাসি না হবে তত ক্ষন পর্যন্ত বাতি জলবে তবে বাসি হওয়া শুরু হলে বাতির আলো কমে আসবে।
টমাটো বাতি আমাদের দৈনন্দিন জীবনের প্রাকৃতিক শক্তির উৎসের সন্ধান দিয়েছে।[উত্স]
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger