Tomato light
Posted by: Dolphin Postটমাটো শুধু খাবার নয় বাতি জ্বালাবার শক্তিও বটেঃ
আমরা এত দিন জেনে এসেছি যে টমাটো শুধু একটা মজার ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু কেউ কি কখন ভেবে দেখেছি এই টমাটো দিয়ে ঘরে টেবিল লাইট জ্বালিয়ে বই পড়তে পারব?হ্যা, এটাও সম্ভব হয়েছে। এখন থেকে সম্পুর্ণ খাদ্য উপযোগী টমাটো দিয়ে লিড লাইট জ্বালাতে পারবেন। সম্প্রতি মিলানে অনুষ্ঠিত আসবাব মেলায় এটা প্রদর্শন করা হয়েছে।
টমাটোর সাইট্রিক এসিডের সাথে জিঙ্ক এবং কপারের রাসায়নিক বিক্রিয়ার ফলে উদ্ভুত বৈদ্যুতিক শক্তি দিয়ে এই অবিশ্বাস্য কাজটি সম্ভব হয়েছে। শুধু মাত্র বাতি জ্বালাবার কৌশল নয় কোথা থেকে এবং কি ভাবে শক্তি সংগ্রহ করা যায় এমন একটি সামাজিক সচেতনতার উত্স পাওয়া গেছে। টমাটো যতক্ষণ পর্যন্ত বাসি না হবে তত ক্ষন পর্যন্ত বাতি জলবে তবে বাসি হওয়া শুরু হলে বাতির আলো কমে আসবে।
টমাটো বাতি আমাদের দৈনন্দিন জীবনের প্রাকৃতিক শক্তির উৎসের সন্ধান দিয়েছে।[উত্স]