গত ২৩ তারিখ বিকেলে অফিস থেকে বাসায় ফেরার পথে শাহবাগে আমি একটি দুর্ঘটনায় পড়ি। বাস থেকে দ্রুত নামতে গিয়ে সামনের রিক্সার সাথে ধাক্কা খাই। এতে আমার ডানহাতে খুব আঘাত লাগে। ভয়ানক ব্যথা নিয়ে পিজি হাসপাতালে গেলে জানতে পারি হাত মচকে গেছে। পরের দিনও ব্যথা না কমায় আবার হাসপাতালে যাই। এবার আরও পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেল যে দু'একটা শিরা ছিঁড়ে গেছে। ফলে হাতে প্লাস্টার লাগাতে হল। প্লাস্টার অফ প্যারিস জিনিসটা যিনি আবিষ্কার করেছেন, তাঁকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখনও হাতে প্লাস্টার করা আছে। শনিবারে খোলা হবে বলে ডাক্তার বলেছেন।
এ কয়দিন বাংলা হ্যাকস ব্লগে নতুন কোন লেখা লিখতে পারিনি। আপনারা যারা ভিজিট করে হতাশ হয়ে ফিরে গেছেন, তাদের নিকট আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ইতিমধ্যে উবুন্টু ১০.০৪ প্রকাশিত হয়েছে। কত ইচ্ছা ছিল প্রকাশ হবার সাথে সাথে ডাউনলোড করবো, রিভিউ লিখবো, কিন্তু দুর্ভাগ্য আমার। কিছুই করা হল না। এখনও উবুন্টু ৯.১০ ব্যবহার করতে হচ্ছে।
'বাংলা হ্যাকস' ব্লগের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।