Take well care of your batteries

আপনার সাধের ইলেকট্রনিক্স সামগ্রি্র ব্যাটারির যত্ন নিন। সামান্য কিছু কৌশল প্রয়োগ করে আপনি এই কাজটি করতে পারেন। এতে করে আমাদের মায়াময় সবুজ বিশ্বে বর্তমানে ইলেকট্রনিক বর্জ্য নিয়ে যে সম্স্যা চলছে তার কিছুটা হলেও উন্নতি হবে এবং আপনিও পাবেন বার বার ব্যাটারি বদল বাবদ টাকার সাশ্রয়। কি ভাবে?ডেল, নোকিয়া এবং এপল কিছু টিপস দিয়েছে সেই সূত্র ধরে তাই বলছিঃ

১। আপনার ইকুইপমেন্ট কখন গরম হতে দিবেন না। বিশেষ করে যখন চার্জ করবেন তখন সাথে থাকা কোন অতিরিক্ত কভার থাকলে তা খুলে ফেলুন এবং যতটা সম্ভব ঠান্ডা যায়গায় রেখে চার্জ করুন। যারা গাড়িতে চলাচল করেন তারা ল্যাপটপ বা মোবাইল ফোন গাড়ির ড্যাশ বোর্ডে রাখবেন না।

২। শীতের সময় বাইরে থেকে ফিরে ঠান্ডা অবস্থায় অন করবেন না। অন্তত কিছুক্ষণ অপেক্ষা করে ঘরের তাপমাত্রার সাথে মিলে যাবার পর অন করুন।

৩। লিথিয়াম ব্যাটারি কখনোই সম্পুর্ণ ডিসচার্জ করবেন না।

৪। আপনার মোবাইল ফোন যখন সম্পুর্ণ চার্জ হয়ে যাবে তখন প্লাগ থেকে খুলে ফেলুন, সারা রাত ধরে প্লাগ ইন করে রাখবেন না।

৫। যখন আপনার ল্যাপটপ বিদ্যুত সংযোগে চালাবেন তখন তার ব্যাটারিতে যতটুক চার্জ নেয়া দরকার স্বয়ংক্রিয় ভাবে সে ঠিক ততটাই নিয়ে থাকে।

৬। যখন আপনি দুর্বল নেট ওয়ার্ক এলাকায় থাকছেন তখন মোবাইল ফোন এর সুইচ অফ করে রাখুন।

৭। মাঝে মাঝে লক্ষ্য রাখুন আপনার ফোন নির্মাতা আপনার ফোনের সফটয়ার আপডেট করেছে কি না, যদি করে থাকে তাহলে তা ইনস্টল করে নিন।

৮। চার্জ রত অবস্থায় বিদ্যুত সংযোগ সহ কখনোই মোবাইল ফোনে আসা কল রিসিভ করবেন না বা কল করবেন না, এতে ফোন বিদ্যুতায়িত হয়ে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। সংযোগ খুলে কল রিসিভ করুন বা কল করুন।[ উৎস]
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger