উপরের আঁকাবাঁকা ছবিটি আমার আঁকা।
এবার গুগল ডকস দিয়ে ছবি আঁকুন
Posted by: Aero River
এবার গুগল ডকসে (Google Docs) ছবি আঁকার সুবিধা নিয়ে এসেছে গুগল ড্রইং। লাইন টানা, বক্স তৈরি করা, ছবি ইনসার্ট করা, বিভিন্ন রকমের ও আকারের বক্স আঁকা ইত্যাদি নানা রকমের সুবিধা পাওয়া যাবে অনলাইনেই। গুগল ডকস ইতিমধ্যে যে কোনরকমের ফাইল আপলোড করার সুবিধা গুগলডকসে (docs.google.com) চালু করেছে। এবার তাদের অফিস স্যুটে যোগ হল ছবি আঁকার সুবিধা।

মনে হচ্ছে গুগল অনলাইনে অফিস স্যুটের প্রতিযোগিতায় অন্যদেরকে ছাড়িয়ে যাবার পণ করেছে।আর সে দিন বোধহয় আর বেশি দূরেও নেই।
উপরের আঁকাবাঁকা ছবিটি আমার আঁকা।
উপরের আঁকাবাঁকা ছবিটি আমার আঁকা।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

