- ব্লগার.কম এ লগইন হয়ে নিন।
- এবার ড্যাশবোর্ড থেকে Settings এ চলে যান।
- এখানে Basic অপশনে দেখুন Export Blog লেখা আছে। এখানে ক্লিক করুন।
- Export Blog লেখা লিংকে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
- এখানে লেখা আছে "Export your blog into the Blogger Atom export format. You can do this to move your blog to another blogging service or simply to store your blog on your own hard drive. Learn more
Don't worry, your blog will still remain on Blogger until you delete it." - আসলেই উদ্বিগ্ন হবার কোন কারণ নেই। একটি ডাউনলোড অপশন আসবে। একটি XML ফাইল সেভ করতে চাইবে। ফাইলটির নাম হবে তারিখ অনুযায়ী। অর্থাৎ সম্পূর্ণ ফাইলটির নাম হবে এরকম: blog-05-23-2010.xml এই ফাইলটিতে আপনার ব্লগের যাবতীয় পোস্ট ও মন্তব্য তারিখ, লেখকের নাম, ক্যাটাগরী/ লেবেল সবকিছু সহ লিখিত থাকবে।
- ব্লগের আকার অনুযায়ী ফাইলটির সাইজ কমবেশি হতে পারে। আজ এই পোস্টটি লেখার তথ্যের জন্য বাংলাহ্যাকস ব্লগের ব্যাকআপ নিলাম। ফাইলটির সাইজ হয়েছে ৭.৯ মেগাবাইট।
- ফাইলটি হার্ডডিস্কের নিরাপদ জায়গায় সেভ করে রাখুন। কিংবা অনলাইনে কোন জায়গায় আপলোড করে রাখুন, অথবা সিডিতে রাইট করে রাখুন।
- নিয়মিত ব্লগের ব্যাকআপ রাখার অভ্যাস গড়ে তুলুন। ব্লগের কনটেন্টকে হারিয়ে যাওয়া থেকে নিরাপদ রাখুন।
ব্লগস্পট ব্লগের ব্যাকআপ রাখার পদ্ধতি
Posted by: Aero River
ব্লগ নিয়ে বিভিন্ন জটিলতায় আমাদেরকে মাঝে মধ্যেই পরতে হতে পারে। হয়তে হ্যাক হয়ে গেল। কিংবা মূল সার্ভারের কোন সমস্যার কারণে আপনার ব্লগটি সম্পূর্ণই মুছে গেল। কিংবা আপনি নিজেই নতুন ঠিকানায় ব্লগটিকে নিয়ে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে ব্লগের লেখাগুলোর একটি ব্যাকআপ রক্ষা করা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়। যদি আপনি আপনার বহুকষ্টে গড়ে তোলা ব্লগটিকে ভালোবেসে থাকেন, তাহলে নিয়মিতভাবে অন্ততপক্ষে মাসে একবার ব্লগের ব্যাকআপ নিয়ে নেয়াই ভাল। আজ আমরা জানবো কিভাবে ব্লগার.কম এর ব্লগের ব্যাকআপ রেখে দেয়া যায়। আমরা যে পদ্ধতিতে ব্যাকআপ নেব, তার জন্য আলাদা কোন সফটওয়ার ইনস্টল করতে হবে না। কিংবা আলাদাভাবে কোন বিষয়ে অভিজ্ঞতা লাগবে না। ব্লগারের ডিফল্ট সুবিধা ব্যবহার করেই ব্লগের যাবতীয় পোস্ট এবং মন্তব্যগুলোর ব্যাকআপ নিয়ে নিতে পারবো। তাহলে আসুন জেনে নিই ব্লগস্পট ব্লগের ব্যাকআপ নেয়ার পদ্ধতিঃ