প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করার জন্য 'মুসা ইব্রাহিম'কে অভিনন্দন জানাচ্ছি। খবরে জানা গেছে ২৩ মে ২০১০ হিমালয়ের স্থানীয় সময় সকাল ৮টার দিকে মুসা ইব্রাহিম এভারেস্ট চূড়ায় পৌঁছান। বাঙালি বীরের জাতি তা আর একবার প্রমাণ হল। হিমালয়ের সুতীব্র ঠাণ্ডা, তুষার ঝড়, বরফ ধস কোন কিছুই মুসাকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। তাঁর কীর্তি বাংলাদেশের ইতিহাসে চির অমলীন থেকে যাবে। তাঁকে নিয়ে আগামী প্রজন্ম গর্ব করবে। আগামী দিনের দুঃসাহসী বাঙালি পর্বতারোহীরা হিমালয় জয় করতে গিয়ে মুসার কথা অহংকারের সাথে স্মরণ করবে। তাঁর এই বিজয় আমারও।'বাংলা হ্যাকস' ব্লগের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা।
ছবিসূত্র: ডেইলি স্টার

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

