উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙক্স) রিলিজ ক্যান্ডিডেট প্রকাশিত হয়েছে। নতুন যুগের ক্লাউড কম্পিউটিংকে আরও বেশি কার্যকরী, শক্তিশালী ও অর্থবহ করে তুলতে যে সব উপাদানের প্রয়োজন, তার সবকিছুকে এবার বিল্টইন পাওয়া যাবে উবুন্টুর এই নতুন ভার্সনে। সাধারণত ফাইনাল ভার্সন রিলিজ হওয়ার এক সপ্তাহ আগে রিলিজ ক্যান্ডডেট প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হল না। আগামী ২৯ এপ্রিল তারিখে প্রকাশিত হবে উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) LTS (দীর্ঘমেয়াদী সাপোর্ট)। তার আগে সফটওয়ারে যেসব ত্রুটি ও বাগ দেখা রয়েছে, তার পরীক্ষা নিরীক্ষা চলছে পুরোদমে। উৎসাহী, পরীক্ষক ও সাধারণ ব্যবহারকারীকে এই কর্মযজ্ঞে সামিল করার জন্য ফাইনাল ভার্সন প্রকাশ হওয়ার আগে আলফা, রিলিজ ক্যান্ডডেট ইত্যাদি ভার্শন প্রকাশ করা হয়। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য যথাযথ পদক্ষেপ নেয় ক্যানোনিকাল। এবারে দীর্ঘমেয়াদী সাপোর্ট থাকার কারণে সারা বিশ্বের লিনাক্স তথা মুক্ত সফটওয়ার ব্যবহারকারীরা খুব আগ্রহ নিয়ে উবুন্টু ১০.০৪ লুসিড লিংক্স এর জন্য অপেক্ষা করছে।
পূর্ববর্তী ভার্শনের চেয়ে এবারের উবুন্টু হবে অনেক বেশি দ্রুততর, সামাজিক যোগাযোগের উপায়গুলো বিল্টইন দিয়ে দেয়া থাকবে, গেমিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অন্য মাত্রায় এই খবরগুলো আপনারা আগেই জেনেছেন
উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) বেটা ২ রিলিজ হবার খবরে। নতুন করে তেমন কোন পরিবর্তন আনা হয়নি। বরং সুক্ষ্ম ত্রুটিগুলো সারিয়ে তোলার কাজ কতটুকু এগলো, তা বোঝার জন্যই রিলিজ ক্যান্ডডেট প্রকাশ করা হয়েছে।
যারা উবুন্টুর পূর্ববর্তী ভার্শন থেকে সরাসরি আপগ্রেড করে নিতে চান তারা টারমিনালে নিচের কমান্ডটি টাইপ করুন।
update-manager -d
নতুন ভার্শনটি সম্পর্কে আরও তথ্য জেনে নেয়ার পাশাপাশি যারা মূল আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে চান, তারা
এই পাতাটি ভিজিট করুন।
উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙক্স) রিলিজ ক্যান্ডিডেট প্রকাশিত হবার খবরটি জানা গেছে
এই ঘোষণা থেকে।