আপনার ব্লগার প্রোফাইল সম্পাদনা ও শেয়ার করুন

ব্লগার প্রোফাইল নিয়ে আমরা অনেকেই ঠিক ততোটা সচেতন নই। কিন্তু নিজেকে অনলাইন কমিউনিটির সাথে পরিচিত করে তুলতে ব্লগার.কম এর এই সুবিধাটার ভূমিকা কোন অংশে কম নয়। আমি লক্ষ্য করেছি যে, অনেকেই নিজেদের ব্লগার.কম প্রোফাইলটিকে অন্যদের সাথে শেয়ার করে রাখেননি। কিংবা তেমন কোন তথ্য দিয়ে দেননি। যারা ছদ্মনামে ব্লগিং করেন, তাঁদের কথা আলাদা; কিন্তু আপনি যদি স্বনামে ব্লগিং করেন, অন্যদের কাছে নিজের পরিচয়কে আড়াল করতে না চান, তাহলে ব্লগারের এই সুবিধাটা কেন ব্যবহার করবেন না?

ব্লগার.কম প্রোফাইলকে প্রয়োজনীয় তথ্যসম্ভারে পূর্ণ করে তোলার জন্য ব্লগার.কম এ লগইন করুন। ড্যাশবোর্ডের বামপাশে নিচের ছবিটির মতো অংশ দেখতে পারবেন।

এখানে Edit Profile লেখা লিংকে ক্লিক করুন।
edit blogger.com profileনিচের ছবির মতো আর একটি পেজ খুলে যাবে। এখানেই আপনার ব্লগার.কম প্রোফাইলকে সম্পাদনা করতে হবে।
edit blogger.com profileআপনার ব্লগার প্রোফাইলে যে সব তথ্য দিতে পারবেন, সেগুলো একটি প্রধান শিরোনামের অন্তর্গত করে রয়েছে। কোন কোনটির পাশে টিক চিহ্ন দিয়ে এনাবল করতে হবে। কোন কোনটিতে তথ্য টাইপ করে লিখে দিতে হবে। এক এক করে সবগুলো আলোচনা করছি:
  • Privacy - এটা প্রধান শিরোনাম। এই শিরোনামের অন্তর্গত অংশে আপনার ব্যক্তিগত তথ্যাদি শেয়ার করার জন্য যোগ করতে হবে।

  • Share my profile - পাশে টিক চিহ্ন দিয়ে দিলে আপনার প্রোফাইল অন্যরা দেখতে পারবে।
  • Show my real name - পাশে টিক দিয়ে দিলে আপনার সম্পূর্ণ নাম সবাই দেখতে পারবে।
  • Show my email address - টিক চিহ্ন দিয়ে রাখলে আপনার ইমেইল আইডি সবাই দেখতে পারবে। আমি এটাকে সাধারণত ডিস্যাবল করে রাখি। আপনার আপত্তি না থাকলে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন।
  • Show my blogs- এখানে ক্লিক করলে আর একটি পাতায় চলে যাবেন। আপনি একই গুগল আইডি দ্বারা যতগুলো ব্লগ খুলবেন, সবগুলোর নাম এখানে লেখা থাকবে। যেসব ব্লগ ঠিকানা আপনি অন্যদেরকে সরাসরি জানাতে চান না, সেগুলোর নামের পাশে থাকা টিকচিহ্নটি উঠিয়ে দিন। যদি আপনার আপত্তি না থাকে, অর্থাৎ আপনি সবগুলো ব্লগঠিকানা সবাইকে জানাতে চান, তাহলেসবগুলো ব্লগের নামের পাশের চেকবক্সে টিকচিহ্ন দিয়ে দিন।
  • Show sites I follow - এখানে টিকচিহ্ন দিয়ে দিলে যেসব ব্লগ আপনি ফলো করছেন, সেগুলো দেখা যাবে।

  • Identity - এটা প্রধান শিরোনাম। এই শিরোনামের অন্তর্গত বিভিন্ন অংশে প্রয়োজনীয় তথ্য লিখে দিতে হবে।

  • Username - আপনার নাম। এটা পরিবর্তনযোগ্য নয়।
  • Email Address - ইমেইল ঠিকানা।
  • Display Name - আপনি যে নামটি সবাইকে দেখাতে চান, তা এখানে লিখুন।
  • First Name - আপনার নামের প্রথম অংশ।
  • Last Name - নামের শেষ অংশ।

  • Photograph - এটা প্রধান শিরোনাম। এই জায়গায় আপনার একটা ছবি বা অবতার সরাসরি আপলোড করতে পারেন।

  • Photo URL - অনলাইনে থাকা কোন ছবির ডাইরেক্ট লিংক এখানে দিয়ে দিতে পারেন।

  • Audio Clip - এটা প্রধান শিরোনাম। কোন গান বা মিউজিক ফাইল এখানে দিতে হবে।

  • Audio Clip URL - অনলাইনে থাকা কোন গানের ডাইরেক্ট লিংক এখানে দিয়ে দিন। আপনার প্রোফাইল ভিজিট করাকালীন ভিজিটর গানটি বাজিয়ে শুনতে পারবেন।

  • General - এটা প্রধান শিরোনাম। সাধারণ কিছু তথ্য এখানে লিখে দিন।

  • Gender - আপনি পুরুষ নাকি নারী তা এখানে উল্লেখ করে দিন।
  • Birthday - আপনার জন্মতারিখ এখানে উল্লেখ করুন। আপনি ইচ্ছে করলে সাল উল্লেখ নাও করতে পারেন। জন্মতারিখ লেখার জায়গার ঠিক নিচে লেখা রয়েছে 'Show astrological signs' আপনি কি আপনার রাশি অন্যদেরকে জানাতে চান? তাহলে এই অংশের পাশের চেক বক্সে টিক চিহ্ন দিয়ে দিন।
  • Homepage URL - আপনার মূল ওয়েবসাইট বা ব্লগের ঠিকানা এখানে লিখে দিন।
  • Wishlist URL - আপনার যেসব পণ্য কিনতে চান, সেই ইচ্ছাতালিকার লিংক এখানে দিতে পারেন। যদি কোন লিংকপেজ তৈরি করা না থাকে, তাহলে 'Create a wishlist' লেখাতে ক্লিক করে একটি Shopping List তৈরি করতে পারেন।
  • IM Username - ইনস্ট্যান্ট মেসেঞ্জারে যে নাম ব্যবহার করেন, তা এখানে লিখে দিন।

  • Location - এটা প্রধান শিরোনাম। আপনার অবস্থান এখানে লিখে দিতে হবে।

  • City/Town - আপনার শহরের নাম এখানে লিখুন।
  • Region/State - কোন এলাকায় আপনার বাস।
  • Country - কোন দেশে আপনার বসবাস, তা এখানে ড্রপডাউন মেনু থেকে বাছাই করুন।

  • Work - এটা প্রধান শিরোনাম। এখানে প্রয়োজনীয় তথ্যগুলো টাইপ করে লিখে দিতে হবে।

  • Industry - আপনার কাজের কর্মক্ষেত্র কি, তা এখানে লিখুন।
  • Occupation - আপনি কোন পদে কাজ করছেন, আপনার পদমর্যাদা কি তা এখানে লিখতে হবে।

  • Extended Info - এটা প্রধান শিরোনাম। কিছু অতিরিক্ত তথ্য এখানে লিখতে পারেন।

  • Interests - আপনার আগ্রহের বিষয়গুলো এখান লিখে দিন।
  • About Me - নিজের সম্পর্কে দু'এক ছত্র লিখুন।
  • Favorite Movies - প্রিয় সিনেমা কি কি, তা লিখতে পারেন।
  • Favorite Music - পছন্দের গান কোনগুলো, তার প্রথম লাইন এখানে লিখে দিন। সিনেমা ও গানের নাম একাধিক লিখতে পারবেন।
  • Favorite Books - প্রিয় বই কি কি? কোন কোন বই আপনি পড়তে পছন্দ করেন, কোন বইগুলো বারবার পড়তে ইচ্ছে করে, কোন বইগুলো আপনি পড়তে চান সেগুলোর নাম এখানে লিখে দিন।
  • Random Question - এলোমেলো প্রশ্ন। এই বিষয়টির সঠিক ব্যাখ্যা আমার জানা নেই। আপনার জানা আছে কি? মন্তব্য আকারে শেয়ার করুন।
প্রোফাইল ব্যবহারের সুবিধাঃ
  • নিজের সম্পর্কে একটা বিস্তারিত তথ্য অন্যদেরকে জানাতে পারছেন।
  • নিজের তথ্যগুলো লিংক হিসেবে কাজ করবে। ফলে ব্লগারে থাকা অন্য ব্যবহারকারীদের মধ্যে যাদের সাথে আপনার পছন্দ মিলে যাবে, তারা একই তালিকাভুক্ত হয়ে যাবে।
  • Extended info তে নিজের পছন্দের সিনেমা, গান, বই অন্য আর কারও পছন্দের কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যাবে। ফলে বন্ধু বাছাই করতে খুব একটা কষ্ট হবে না।
আমার ব্লগার প্রোফাইলের লিংক
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger