* এই কোডটি কাজ করার শর্ত কিন্তু একটাই। তা হলো, আপনার ব্লগপোস্টের নিচে আগে থেকেই লেবেল দেখানো থাকতে হবে। লেবেল একটিভ না থাকলে এই রিলেটেড পোস্ট গেজেটটি কাজ করবে না।
কিছু বৈশিষ্ট্যঃ
- পোস্ট থাকা কোন ছবির থাম্বনেইল দেখানোর অপশন নেই।
- পোস্টের লিংকটি দেখানো যাবে।
- লোডিং স্পিড অনেক বেশি।
- লেবেল অনুযায়ী পোস্ট প্রদর্শন করে।
- নিয়ন্ত্রণ করা তথা কাস্টমাইজ করা খুব সহজ।
- আপনি যতগুলো খুশি লেবেল এবং লেবেলের অন্তর্গত পোস্ট দেখাতে পারবেন।
- গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্লগার.কম ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
- Layout> Edit HTML ট্যাবে যান।
- সেখানে Expand Widget Templates এর পাশে টিক চিহ্ন দিয়ে দিন।
- এবার <data:post.body/> লেখাটি খুঁজে বের করুন। যদি আপনার ব্লগে খুব সহজে পোস্টের শেষে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করুন সুবিধাটি লাগানো থাকে, তাহলে <data:post.body/> কোডটি দুইবার থাকতে পারে। পরের কোডের ঠিক নিচের লাইনে রিলেটেড পোস্টের কোডগুলি স্থাপন করতে হবে।
- ব্লগপোস্টের মধ্যে কোডগুলি ঠিকমতোভাবে দেখাচ্ছিল না বলে একটি টেক্সটফাইলে আপলোড করে দিলাম।
- এখানে থাকা টেক্সট ফাইলটি ডাউনলোড করে নিয়ে, তার সবগুলো কোড কপি করে নির্দিষ্ট জায়গায় পেস্ট করে দিন।
- কোডের যে অংশগুলো পরিবর্তনযোগ্য তা নিচে উল্লেখ করে দিলাম।
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div class='similiar'>
<div class='widget-content'>
<h3>Related Posts</h3>
<div id='rpostsbh2010'/><br/><br/>
<script type='text/javascript'>
var homeUrl3 = "<data:blog.homepageUrl/>";
var maxNumberOfPostsPerLabel = 4;
var maxNumberOfLabels = 7;
maxNumberOfPostsPerLabel = 7;
maxNumberOfLabels = 3;
function listEntries10(json) {- এখানে কোডের শুধু উপরের পরিবর্তনযোগ্য অংশটুকু দেয়া হল। সম্পূর্ণ কোড ডাউনলোড করে নিন।
- এখানে বোল্ড করা সংখ্যাগুলো নিজের পছন্দমতো পাল্টে নিন।
- Related Posts লেখাটি পাল্টে "একইরকম পোস্ট", 'সম্পর্কিত পোস্ট' ইত্যাদি লিখে দিতে পারেন।
- সবশেষে SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনগুলো সেভ করুন।
আপডেট: ব্লগপোস্টে কোডগুলি ঠিকভাবে প্রদর্শিত হচ্ছিল না বলে সম্পূর্ণ কোড টেক্সটফাইলে আপলোড করে দেয়া হল।