- যথারীতি ব্লগার.কম এ গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- Layout> Edit HTML অংশে যান।
- সেখানে আমার ব্লগের ক্ষেত্রে যে জায়গায় লাগিয়েছি তার কোড নিম্নরূপ:
- <div id='sidebar-wrapper'>
<b:section class='sidebar' id='sidebar2' preferred='yes'> - আপনার ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে। সাইডবারের নাম্বারে কমবেশি থাকতে পারে। একটু দেখেশুনে বুঝে এই কোডের ঠিক পরের লাইনে নিচের কোড লাগিয়ে দিন।
- <b:widget id='HTML30' locked='false' title='Feed Section' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'/>
<div class='widget-content'>
<img align='absmiddle' border='0' src='http://sites.google.com/site/banglahacks/shrd/feed-icon.gif'/> <a href='http://feeds.feedburner.com/bhacks' target='_blank'>RSS Feed</a>
<img align='absmiddle' border='0' src='http://sites.google.com/site/banglahacks/shrd/mailfeed.gif' style='padding:0px 0px 0px 5px;'/> <a href='http://feedburner.google.com/fb/a/mailverify?uri=bhacks&loc=en_US' target='_blank'>Email Subscription</a>
<img align='absright' border='0' src='http://sites.google.com/site/banglahacks/shrd/bfrnd.png' style='padding:0px 0px 0px 5px;'/> <a href='http://www.blogger.com/follow-blog.g?blogID=2244906786709794302' target='_blank'>Be Friend</a>
</div>
</b:includable>
</b:widget> - এখানে বোল্ড করা শব্দগুলো পরিবর্তন করুন।
- আশা করি সাইডবারের এই লিংকবারটির মাধ্যমে পাঠকরা আপনার ব্লগের সাথে আরও বেশি সম্পর্কিত থাকবে।
ব্লগার সাইডবারে ফিড, সাবস্ক্রিপশন ইত্যাদির লিংকবার
Posted by: Aero River
'বাংলা হ্যাকস' ব্লগের ডানপাশের সাইডবারের উপরে দেখুন চিত্রটির মতো তিনটি লিংক আছে। এর মধ্যে প্রথমটি ব্লগের RSS Feed, দ্বিতীয়টি Email Subscription এবং শেষেরটি Be Friend, এরকম একটি লিংকবার আপনি আপনার নিজের ব্লগের সাইডবারেও এরকম একটি লিংকবার লাগিয়ে নিতে পারেন। এর জন্য প্রয়োজনীয় কোডটি আমি দিয়ে দিচ্ছি। আশা করি প্রয়োগ করতে কোন সমস্যা হবে না।