আমরা ব্লগারের ব্লগে খুব সহজে পোস্টের শেষে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করার পদ্ধতি জানি। এই পদ্ধতির একটি সাধারণ দৃষ্টিনন্দনজনিত সমস্যা আছে। আপনাদের মনে এই বিষয়ে প্রশ্ন জেগেছে কিনা তা জানিনা। কারণ কেউ এই প্রশ্নটি করেননি।যাহোক, আমি নিজেই সমস্যাটি আপনাদেরকে দেখিয়ে দিয়ে সমাধান দিচ্ছি।
উপরে দেয়া পদ্ধতি স্থাপন করলে ব্লগের পোস্টগুলির একটু সারাংশ দেখানোর পাশাপাশি যে থাম্বনেইল ছবিটি (ব্লগপোস্টে থাকা প্রথম ছবির) দেখা যায়, তা সাধারণত সারাংশের উপরে থাকে। এতে জায়গা একটু বেশি খরচ হয়ে যায়। কিন্তু 'বাংলা হ্যাকস' ব্লগে খেয়াল করেছেন কি যে, সারাংশর উপরে নয়, ঠিক বামপাশে ছবির থাম্বনেইল দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি এটাই বলতে চাচ্ছিলাম। এরকমভাবে পোস্টের সারাংশ দেখানোর জন্য আপনাকে HTML অংশে বসানো কোডের একটি অংশ পরিবর্তন করতে হবে। কিভাবে? তা জানতে নিচে দেয়া পরামর্শ অনুসরণ করুন।
- ব্লগার.কম এ লগইন হয়ে Layout> HTML পাতায় যান।
- সেখানে দেখুন </head> লেখাটির ঠিক উপরে নিচের কোডটুকু (আরও কিছু সহ) বসানো আছে।
<script src='http://sites.google.com/site/banglahacks/tools/post-summary.js' type='text/javascript'/>
- এখানে বোল্ড করা লিংকটি পাল্টে নিচের লিংকটি বসিয়ে দিন।
http://sites.google.com/site/banglahacks/shrd/autoreadmorethumb.js
- এবার SAVE TEMPLATE বোতামে চেপে সেভ করুন। একবার PREVIEW দেখে নিতে পারেন।
- # এই পদ্ধতি শুধুমাত্র ফ্রি ব্লগার.কম ব্লগে কাজ করবে।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

