HISTATS
প্রথমেই জানাই এই কাউন্টারটির কথা। ফ্লাশভিত্তিক এই কাউন্টারের দ্বারা আপনার ব্লগকে একটি নতুন সৌন্দর্য দিতে পারবেন। চকচকে ডিজাইনের বিভিন্ন রঙের এই কাউন্টার দিয়ে আপনার ব্লগের ভিজিটরদের তথ্য প্রকাশ্য বা অপ্রকাশ্য দুরকমই রাখতে পারবেন।
অতিরিক্ত সুবিধা হিসেবে এই মুহূর্তে আপনার ব্লগে কতজন ভিজিট করছেন সে তথ্যও দেখা যাবে। প্রতি ঘন্টায় কতজন এলেন, কোন জায়গা থেকে এলেন ইত্যাদি ছাড়াও language, Operating Systen, screen size, internet provider,DSL speed ইত্যাদি তথ্য এরা সরবরাহ করে। এছাড়াও শেষ ২০,০০০ ভিজিটরের বিশদ তথ্যসহ আপনার ব্লগ থেকে কতজন ভিজিটর কোন ফাইল ডাউনলোড করেছেন তাও জানাবে এই Histats কাউন্টার। এই কাউন্টার পেতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
ওয়েব ঠিকানা: www.histats.com
MTracker
চেকোস্লোভাকিয়ার ডেভেলপারের তৈরি এই কাউন্টারটিও বেশ কাজের। এটা একটা বিশাল পোর্টাল। সামাজিক বিভিন্ন নেটওয়ার্কিং সুবিধার পাশাপাশি অনেক ধরণের ওয়েব টুল এরা সরবরাহকরে। তার মধ্যে এই ভিজিটর কাউন্টার হল অন্যতম। প্রত্যেক ঘন্টায় কতজন এলেন, তাদের মধ্যে ইউনিক ভিজিটর কতজন, রিটার্নিং ভিজিটর কতজন, কতক্ষণ থাকলেন, কোন সার্চ ইঞ্জিন থেকে কি সার্চ করে এসেছে ইত্যাদি তথ্য খুব দ্রুত এরা সরবরাহ করে। এদের কোড লাগালে খুব ছোট্ট একটি গ্রাফচিত্র ব্লগে দেখা যায়। সেই লিংকে ক্লিক করে ভিজিটর তথ্য পেতে হয়। ফ্রি ইউজাররা ভিজিটরদের তথ্য লুকিয়ে রাখতে পারেন না। এদের ফিচার তালিকাটি নিম্নরূপঃ
- MySpace Visitor Tracking Code New
- Fast & Accurate Realtime Visitor Tracking
- Extensive Stats Summary Page
- Track Page Views as well as Unique & Return Visitors
- Private & Hidden Tracking
- Search Bot Analysis
- 100% Accurate, No-Downtime PHP Tracking Code
- SEO Tools
- Stats by Hour,Day,Month and Year
- from Search, Website, EMail - Referral Tracking
- Traffic Forecasts
- Extensive Lists (Pages, Referral Links, Search Engines, Keywords, etc..)
- Tracks what ISP, City, State & Country your Visitors are from
- Visitor Path Tracking
- Link Up multiple Accounts for Network Wide Traffic Summary Page!
- Who's Online List
- 30,90,120 day Trend Graphs
- Mini-Trend Graph for your website
- Custom Link Tracking
- Who's Online Counter & Hit Counter Codes
- Link Exchange Code (easily manage traffic trades)
- Poll Box Code (get feedback)
ওয়েব সাইট ঠিকানাঃ www.mvtracker.com
Quick Counter
খুব অল্প আয়াসে, সহজে, ঝামেলামুক্তহীনভাবে ওয়েবকাউন্টার পেতে হলে এই Quick Counter এর বিকল্প খুব কমই আছে। উপরের নমুনা ছবিটি দেখুন। আজ কতজন এসেছেন, কতগুলো পাতা দেখা হয়েছে, গতকালকের পরিসংখ্যান এই কটি তথ্য এক ঝলকে দেখার জন্য এই কাউন্টার তুলনাহীন। এদের HTML কোড পাওয়ার জন্য কোনরকম রেজিস্ট্রেশন করতে হবে না।
ওয়েব ঠিকানাঃ www.quick-counter.net