আর যেন নেই কোন ভাবনা।
২০১০ সালের মধ্যে এমন সব টেকনোলজি হাতের মধ্যে চলে আসছে যা এইতো সেদিন পর্যন্তও কেবল ভাবনা চিন্তা বা স্বপ্নের মধ্যেই সীমিত ছিল। উড়ন্ত গাড়ি থেকে বিদ্যুত চালিত বাই সাইকেল ভেবেছেন কখনো?আর কদিনের মধ্যে তাই আসছে। ঠাকুর মার রূপ কথার গল্প নয়, স্বপ্নও নয় একেবারে সত্যি, পাশের দোকানেই পাওয়া যেতে পারে। এরকম ২৫টি জিনিস আসলেও আমি মাত্র কয়েকটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি
১। nPower Personal Energy Generator
বাড়ি থেকে মোবাইল ফোন, আই ফোন বা আপনার জিপিএস চার্জ করতে ভুলে গেছেন?কোন সমস্যা নেই। ছোট্ট এই ডিভাইসটি আপনার হাত ব্যাগ বা ব্রিফ কেসেই জায়গা করে নিতে পারবে। একেই বলুন আপনার ফোন বা যা আছে সেগুলি চার্জ করে দেয়ার জন্য। এক ঘন্টার মধ্যে ৮০% চার্জ করে দিবে।
২। Flying Car: Terrafugia
রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে গেছেন, গাড়িতে রুগী আছে তাকে নিয়ে তারা তারি হাসপাতালে যেতে হবে, পারছেন না?ভাবনার কি আছে?রাস্তা ছেড়ে আকাশে উড়ে যান। তবে সম্ভবত এটি আমাদের দেশে আসবে না। এটা শুধু মাত্র মটর ওয়ে বা হাই ওয়ে যে দেশে রয়েছে সেখানেই চলতে পারবে
৩। Panasonic 50-inch 3D 1080p Plasma TV
সিনেমা হলে যাবার বা 3D সিনেমা দেখার জন্য আলাদা চশমা পরার কোন দরকার নেই।
৪। Xeros Waterless Washing Machine
কাপড় ধোয়া যেমন তেমন, শুকানো যে কি ঝামেলা তা আমরা না বুঝলে কি হবে বিজ্ঞানীরা কিন্তু বসে নেই তারা আমাদের মনের ভাবনা গুলি চুরি করে দেখুন কেমন পানি ছাড়া কাপড় ধোবার মেশিন বানিয়ে ফেলেছে, এতে শুকবার কোন ঝামেলাই নেই।
৫। Powermat Wireless Battery Charger
৬। Samsung Water-Powered Battery
৭। The KS810 Keyboard Scan
কী বোর্ডের সাথেই এক ধাপ এগিয়ে হাইব্রিড স্ক্যানার।
৮। 2010 Brabus Mercedes-Benz Viano Lounge
স্যাটেলাইট টিভি, কফি মেশিন, আইফোন, সনি ভায়ো ল্যাপটপ দিয়ে সাজানো এবং এই সব কিছু ঘন্টায় ৮০ মাইল বেগে চলন্ত অবস্থায় ব্যবহার করা যাবে।
৯। Gocycle Electric Bicycle
এক বার চার্জ করে ২০ মাইল পর্যন্ত চলতে সক্ষম। তারপর ইচ্ছা করলে ভাজ করে হাতে ঝুলিয়ে নিয়ে যান কিংবা প্যাডেলিং করে চালিয়ে যান কোন সমস্যা নেই।