ব্লগপোস্ট, ছবি ও মন্তব্যসহ পিডিএফ ফাইল তৈরি করা

blog to pdf bookআপনার প্রিয় ব্লগটির একটি পিডিএফ কপি পেতে চান? হ্যাঁ, সম্পূর্ণ পোস্ট, ছবি ও মন্তব্যসহ। একেবারে অটোমেটিকভাবে এই কাজটি আপনি অনলাইনে সেরে নিতে পারেন। কোনরকম ফি দিতে হবে না, প্রকাশকের দ্বারস্থ হতে হবে না, মার্কেটিং বা ছাপাখানার ঝামেলাও পোহাতে হবে না। BlogBooker নামক একটি অনলাইন টুল দিয়ে আপনি অতি সহজে আপনার সম্পূর্ণ ব্লগটির একটি পিডিএফ ফাইল (PDF File) তৈরি করে নিতে পারবেন। ওপেন সোর্স প্রজেক্ট হিসেবে চালু হওয়া এই ওয়েবটুলটি খুবই জনপ্রিয়।

পরিবর্তন করা পিডিএফ ফাইলে ব্লগের প্রথম থেকে আজ পর্যন্ত পোস্টগুলির টেক্সট ও ছবিগুলোসহ মন্তব্যগুলোও থেকে যাবে। এই ইবইটির (Ebook) প্রথম দিকের একটি পৃষ্ঠায় থাকবে সূচীপত্র। এই সূচীপত্রটি হল আপনার ব্লগের পোস্ট টাইটেলের। আর এটা হাইপারলিংকযুক্ত। ফলে সূচীপত্রের পোস্টটাইটেল লিংকে ক্লিক করেই নির্দিষ্ট পোস্টে সহজে চলে যাওয়া যাবে।Make your blog into a pdf ebook. Convert all posts, images and comments in one pdf file.
আমরা এর আগে ওয়ার্ডপ্রেস ব্লগের পোস্টগুলোকে কিভাবে ব্লগার.কম ব্লগে নিয়ে আসা যায়, তা জেনেছিলাম। আজ এই টুলটি দিয়ে নিজেদের যে কোন প্লাটফর্মে থাকা ব্লগকে পিডিএফ ফরমেটে রূপান্তর করে ফেলবো।
Today we will learn how to convert our blog into a pdf ebook. This is a free service and based on open source project.
কেন করবেন? সুবিধা কি?
  • ব্লগের একটি ব্যাকআপ নেয়া হল।
  • একটি মাত্র ফাইলে সম্পূর্ণ ব্লগটিকে রেখে দেয়া গেল।
  • অফলাইনে পড়া যেতে পারে।
  • বন্ধু বা সুহৃদকে উপহার হিসেবে দেয়া যেতে পারে।
  • ইবুক হিসেবে ডাউনলোডের জন্য ব্লগে রেখে দেয়া যেতে পারে।
তাহলে আসুন জানা যাক, কিভাবে আমাদের ব্লগকে একটি মাত্র পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি।
  • প্রথমে ব্লগটিকে XML ফাইল হিসেবে (টেমপ্লেট নয়) Export করে কম্পিউটারে সেভ করে নিন।
  • http://www.blogbooker.com/ সাইটে ব্রাউজ করুন
  • উপরে বামপাশে পিডিএফ আইকনের ছবিতে ক্লিক করুন।
  • আগে থেকে ডাউনলোড করে রাখা ব্লগের XML ফাইলটিকে আপলোড করুন।
  • ফাইলের আকারের উপর নির্ভর করে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তবে আকারের কোন নিম্নসীমা সাইটের কোথাও খুঁজে পাওয়া গেল না।
  • converting blog into a pdf file completeGet blog in PDF Book লেখাতে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন। তাড়াতাড়ি করুন। কারণ এই সাইট আপনার ব্লগ পরিবর্তন করে পাওয়া পিডিএফ ফাইলটি রেখে দিবে না। কয়েকমিনিটের মধ্যেই মুছে ফেলবে।
সীমাবদ্ধতাঃ
  • সাইট লোডিং এর স্পীড খুব কম।
  • আপাতত শুধুমাত্র তিনটি ব্লগিং প্লাটফর্মের ব্লগকে পিডিএফ করতে পারে। ওয়ার্ডপ্রেস, ব্লগার এবং লাইভজার্নাল।
  • পোস্ট সাজানোর পদ্ধতিটি পছন্দ নাও হতে পারে।
  • লাইন, প্যারাগ্রাফ ভেঙ্গে যায়।
  • বেটা ভার্সন। উন্নয়ন কাজ চলছে।
So, lets start to make a pdf file of your wordpress, blogger/blogspot/ livejournal blog.
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger