Blogger.com এর কোন ব্লগে টেমপ্লেট পরিবর্তন করার পদ্ধতি আমরা জানি। এই পোস্ট এবং এই পোস্টটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিন্তু টেমপ্লেট পরিবর্তন করতে গেলে একটি সাধারণ সমস্যায় পড়তে হয়, আর তা হল গেজেট হারিয়ে যাওয়া। হয়তো অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে গেজেট সংগ্রহ করে ব্লগের সাইডবারগুলোতে লাগিয়েছেন। পরবর্তীতে টেমপ্লেট পরিবর্তন করতে গেলে এই গেজেটগুলো মুছে যায়। সাধারণ কয়েকটি গেজেট থাকলে সেগুলো মুছে দিয়ে নতুন টেমপ্লেট স্থাপন করা যেতে পারে। কিন্তু যদি ব্লগে বয়স বেশি হয় এবং আপনি শখ করে বা প্রয়োজনে বিভিন্নরকম গেজেট ব্লগে লাগানোর পর টেমপ্লেট পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে তো গেজেটগুলো মুছে যাওয়া কষ্টের হয়ে পরে। তাই না? তাই আজ আমরা জানবো কিভাবে টেমপ্লেট পরিবর্তন করতে গিয়ে পুরনো গেজেটগুলোকে আলাদাভাবে সেভ করে রাখতে পারি।Save your favorite gadgets in blogger blog with notepad or leafpad.
গেজেটগুলোর বেশিরভাগ সাধারণত HTML কোড দিয়ে তৈরি হয়। আর এগুলো আমরা স্থাপন করি ব্লগের সাইডবারে বিভিন্ন HTML/ Javascript গেজেটবক্সে। যখন আপনি টেমপ্লেট পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, তার পূর্বে একটি সহজ পদ্ধতিতে এই গেজেটগুলো সেভ করে রাখতে পারেন।
- ব্লগার.কম এ লগ ইন হয়ে নিন।
- Layout > Page Elements ট্যাবে যান।
- এখানে HTML/ Javascripst গেজেটগুলোর কোণে থাকা Edit বাটনে ক্লিক করুন। গেজেটটি খুলে যাবে।
- সেখানে থাকা কোডগুলো সম্পূর্ণ কপি করে Notepad বা Leafpad যে কোন টেক্সট এডিটরে পেস্ট করুন।
- এই টেক্সটফাইলটি my_blog_gadgets.txt নামে সেভ করুন।
- ব্লগের গেজেটগুলোর কোড নিরাপদে থেকে গেল।
- এবার টেমপ্লেট পরিবর্তন করার পর এক এক করে গেজেটগুলোর কোড নতুন নতুন HTML/ Javascropts গেজেটবক্সে কপি করে দিন।
- সবগুলো গেজেট ফিরে পাবেন।
- আশা করি এবার আর গেজেট হারানোর দুঃখ পেতে হবে না।
- নতুন নতুন টেমপ্লেট পরীক্ষা করে দেখতে http://templates.banglahacks.com সাইটটি একবার ভিজিট করে দেখতে পারেন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

