Save your favorite gadgets in blogger blog with notepad or leafpad.
গেজেটগুলোর বেশিরভাগ সাধারণত HTML কোড দিয়ে তৈরি হয়। আর এগুলো আমরা স্থাপন করি ব্লগের সাইডবারে বিভিন্ন HTML/ Javascript গেজেটবক্সে। যখন আপনি টেমপ্লেট পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, তার পূর্বে একটি সহজ পদ্ধতিতে এই গেজেটগুলো সেভ করে রাখতে পারেন।
- ব্লগার.কম এ লগ ইন হয়ে নিন।
- Layout > Page Elements ট্যাবে যান।
- এখানে HTML/ Javascripst গেজেটগুলোর কোণে থাকা Edit বাটনে ক্লিক করুন। গেজেটটি খুলে যাবে।
- সেখানে থাকা কোডগুলো সম্পূর্ণ কপি করে Notepad বা Leafpad যে কোন টেক্সট এডিটরে পেস্ট করুন।
- এই টেক্সটফাইলটি my_blog_gadgets.txt নামে সেভ করুন।
- ব্লগের গেজেটগুলোর কোড নিরাপদে থেকে গেল।
- এবার টেমপ্লেট পরিবর্তন করার পর এক এক করে গেজেটগুলোর কোড নতুন নতুন HTML/ Javascropts গেজেটবক্সে কপি করে দিন।
- সবগুলো গেজেট ফিরে পাবেন।
- আশা করি এবার আর গেজেট হারানোর দুঃখ পেতে হবে না।
- নতুন নতুন টেমপ্লেট পরীক্ষা করে দেখতে http://templates.banglahacks.com সাইটটি একবার ভিজিট করে দেখতে পারেন।