এর আগে Wordpress এর পোস্টগুলো Blogger এ নিয়ে আসার পদ্ধতি পোস্টটির মন্তব্য অংশে ব্লগার রিয়া জানিয়েছেন যে, ওয়ার্ডপ্রেস থেকে ব্লগারে নিয়ে আসা ব্লগের লেবেলগুলো সম্পাদনা করতে তার বেশ কষ্ট হচ্ছে। কারণ তিনি ৮৮০টির মতো ট্যাগ ওয়ার্ডপ্রেসের ব্লগে তৈরি করেছিলেন। যেগুলো এখন ব্লগারে Label হিসেবে তৈরি হয়ে গেছে। এই ৮৮০ ট্যাগকে নতুনভাবে সাজাতে তার বেশ কষ্ট হচ্ছে। এই সব বিবিধ সমস্যায় আমাদেরকে নিজের ব্লগের লেবেল সম্পাদনা করতে হতেই পারে। আর আমি আজ বলবো কিভাবে ব্লগারের ব্লগের লেবেলগুলোতে থাকা কোন ভুল লেবেল বাদ দিতে হয়, নতুন লেবেল যোগ করতে হয় অথবা লেবেলগুলোকে কিভাবে সংশোধন করতে হয়।Edit or remove wrong labels from blogger blog. This can be done from bloggers dashboard very easily.
- প্রথমেই Blogger.com এ লগইন করুন।
- ড্যাশবোর্ডে আপনার ব্লগের নামের নিচে Edit Posts বোতামে ক্লিক করুন।
- এখানে ক্লিক করলে সরাসরি ব্লগের পোস্টগুলোকে সম্পাদনা করার পাতায় চলে যাবেন।
- এখানে বামপাশে দেখুন ব্যবহৃত লেবেলগুলোকে নামানুসারে সাজিয়ে রাখা হয়েছে। এই লেবেল তালিকার মধ্যে যে লেবেলটিকে আপনি সংশোধন করতে চান, তার উপরে ক্লিক করুন। আমি Gadget লেবেলটিকে ক্লিক করেছি।
- উপরের ছবিতে দেখুন তালিকাবদ্ধভাবে থাকা সারণীতে Gadget নামটি কালো রঙের হয়ে গেছে। সেখানে আর কোন লিংক নেই। অর্থাৎ এই নামের অধিভুক্ত সবকটি পোস্ট ডানপাশের পোস্ট তালিকায় চলে এসেছে। All labels are selected in one click.
- এবার এই পোস্ট তালিকার উপরের Select লেখার পাশের All লেখা লিংক অথবা যে পোস্টগুলোকে সংশোধন করতে চান, সেগুলোর বামপাশের চেকবক্সে (Check box) টিক চিহ্ন দিয়ে দিন।
- এবার এর পাশে Label Actions লেখা ড্রপ ডাউন মেনুতে (Drop Down Menu) ক্লিক করুন।
- যে লেবেলগুলো ব্যবহার করেছেন, সেগুলো দুইরকম তালিকায় দেখা যাবে।
- ১. Apply Label এবং ২. Remove Label
- Apply Label এর মধ্যে যে লেবেলটি নতুন করে চিহ্নিত পোস্টগুলোতে প্রয়োগ করতে চান সেটাকে মাউস দিয়ে সিলেক্ট করুন। সঙ্গে সঙ্গে সবকটি পোস্ট এই নতুন লেবেলটির অন্তর্ভুক্ত হয়ে যাবে।
- বিপরীতক্রমে যে লেবেলটি মুছে ফেলতে চান, সেটা Remove Label লেখার নিচের তালিকা থেকে সিলেক্ট করুন। চিহ্নিত সবকটি পোস্ট থেকে সেই লেবেলটি মুছে যাবে।
- নিচের নমুনা ছবি দুটো দেখুন।
- Gadget লেবেলের অন্তর্ভুক্ত সবকটি পোস্টে নতুন লেবেল Puppy প্রয়োগ হয়ে গেছে।
- ভুলক্রমে প্রয়োগ করা E Book লেবেলটি Gadget লেবেলের অন্তর্ভুক্ত সবকটি পোস্ট থেকে মুছে গেছে। Label 'E book' is removed successfully.
- খেয়াল করেছেন কি নতুন লেবেল প্রয়োগ বা পুরনো লেবেল মুছে ফেলার পরে কমান্ড নিশ্চিত হবার এই বার্তার ঠিক ডানপাশে Undo লেখা রয়েছে। লেবেল সংশোধন (Label Edit) করতে গিয়ে কোন ভুল হয়ে গেলে এই Undoতে ক্লিক করে প্রয়োগকৃত কমান্ড (Command) বাতিল করতে পারেন।
- আশা করি Blogger.com ব্লগে Label সম্পর্কিত সমস্যার সমাধান দিতে পেরেছি। কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায়করতে পারেন। আপনাদের জন্য আমি তো আছিই।