
ফেব্রুয়ারি মাস এলেই মনে পড়ে যায়, বাংলা ভাষা আন্দোলনের কথা। মনে পড়ে যায় বাংলা ভাষার জন্য রফিক, শফিক, সালাম, জব্বার প্রমুখের শহীদের কথা। আমরা বাংলা ভাষাভাষীরা পরম শ্রদ্ধা ও মমতার সাথে এই ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে তাদেরকে স্মরণ করি। শহীদ মিনারের পাদদেশ ফুলে ফুলে ভরিয়ে ফেলি। অনেকে শার্টের পকেটে, জামার হাতায় কালো ব্যাজ পরি। আজ আমরা এই ভাষাশহীদদের স্মরণে নিজেদের ব্লগে একটি কালো ব্যাজ লাগানোর পদ্ধতি জানবো।
নিচের কোডটি যে কোন HTML/Javascript Gadget এর মধ্যে স্থাপন করে সেভ করুন। অন্য ট্যাবে (ফায়ারফক্সে, না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করুন) থাকা ব্লগটিকে একবার রিফ্রেস করুন।
<span id="21badge" style="position: fixed; top: 50px; right:100;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXB7sB6J7FSuEYc8Y9-0zM1M7M6VIWqhT6-skNpmSdeRKk5jH682fvt4fLWAaZOUEl3AoB003XH6xZYqaGTS5GJ5Zj3I_XQv-HIuiiVRI8EoJAn5lL9lNH8LwJEv-zSvqbM0T9DOv0sXrb/s320/badge21.png" border="0" /></span>কোডের মধ্যে থাকা top: 140px এবং right: 100px মানগুলি পরিবর্তন করে কালোব্যাজটিকে ইচ্ছেমতো ব্লগের যে কোন জায়গায় স্থাপন করতে পারবেন।
এই কালো ব্যাজটি ব্লগের শরীরে ভাসতে থাকবে। অর্থাৎ স্ক্রল করে নিচের দিকে এলেও ব্যাজটিকে দেখা যাবে। যদি স্থির রাখতে চান, তাহলে নিচে দেয়া ব্যাজের লিংকটিকে একটি Image gadget এর মধ্যে স্থাপন করে দিন।
ছবির লিংক: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXB7sB6J7FSuEYc8Y9-0zM1M7M6VIWqhT6-skNpmSdeRKk5jH682fvt4fLWAaZOUEl3AoB003XH6xZYqaGTS5GJ5Zj3I_XQv-HIuiiVRI8EoJAn5lL9lNH8LwJEv-zSvqbM0T9DOv0sXrb/s320/badge21.png
অথবা নিচের কোডটিকে উপরের দিকের কোন Text বা HTML/Javascript Gadget এর মধ্যে স্থাপন করুন।
<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXB7sB6J7FSuEYc8Y9-0zM1M7M6VIWqhT6-skNpmSdeRKk5jH682fvt4fLWAaZOUEl3AoB003XH6xZYqaGTS5GJ5Zj3I_XQv-HIuiiVRI8EoJAn5lL9lNH8LwJEv-zSvqbM0T9DOv0sXrb/s320/badge21.png"/>বাংলাভাষাকে ভালোবেসে এই কালোব্যাজটিকে আপনার ব্লগে স্থাপন করুন। সমস্ত ফেব্রুয়ারি মাসজুড়ে একে ব্লগে রেখে দিয়ে ভাষাশহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করুন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

