
learn to add a snapshots code in a blogger blog with this simple and easy tutorial.
পদ্ধতিসমূহ:
- প্রথমেই www.snap.com সাইটে ভ্রমণ করুন। উপরের ছবির মতো একটি সাইটে আপনি চলে যাবেন। এখানে
লেখার উপরে ক্লিক করুন। নিচের ছবির মতো আর একটি পেজে আপনি চলে আসবেন।
- উপরের ছবির মতো অংশে বেশ কয়েকটি বিষয় আছে, যা আপনি নিজেই পরিবর্তন করে নিতে পারবেন। আপনার পছন্দমতো রঙ পাল্টে নিন, নিজস্ব আইকন ব্যবহার করুন, এই আইকন ছবিটির সাইজ হবে সর্বোচ্চ ১০ কিলোবাইট, আকার হবে ১০০x২০ পিক্সেল এবং এটা হবে JPG অথবা GIF ফরমেটের ফাইল। প্রদত্ত তথ্যগুলো কোন ভাষায় দেখতে চান তা নির্বাচন করুন। দুঃখজনক ব্যপার হলো যে বাংলা ভাষা নেই।
- নিচে থাকা Advance Settings লেখাতে ক্লিক করে আরও কিছু সেটিংস পরিবর্তন করে নিতে পারবেন। এখানে যে সব বিষয় পরিবর্তন করতে পারবেন সেগুলো হলো:
- # Show Snap Shots Link Icon What is this?
# Trigger Snap Shots on Link Icon Only What is this?
# Display Large Snap Shots by Default
(বড় আকারের স্ন্যাপশট দেখালে লোড হতে একটু সময় নিতে পারে। সেক্ষেত্রে আপনার ব্লগের পাঠক ধৈর্য হারিয়ে ফেলতে পারেন)
# Enable Snap Shots for External Links What is this?
# Enable Snap Shots for Internal Links What is this?
# Only Display Preview Shots What is this?
# Enable Snap Shots to look for key phrases on your web site, and then add the right Snap Shots. এই সেটিংসগুলোর মধ্যে আপনার যা প্রয়োজন তা সিলেক্ট করে নিচে থাকা নীল রঙের বোতাম যেখানে Continue লেখা আছে তা ক্লিক করুন। - এবার আসা পেজে আপনার ইমেইল ঠিকানা (Email address), যে ব্লগ বা সাইটে আপনি স্ন্যাপশট স্থাপন করতে চান, তার URL এবং একটি পাসওয়ার্ড (দুইবার) লিখে দিন। I agree to Terms and Conditions above লেখার পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে Continue লেখাতে ক্লিক করুন।click on textbox.
- পরের পৃষ্ঠায় আপনি প্রয়োজনীয় কোড পেয়ে যাবেন। কোডটি ব্লগের Edit HTML ট্যাবের </body> এর উপরে যে কোন জায়গায় লাগিয়ে দিন।
- আপনার ইমেইলটি সঠিক কিনা, তা পরীক্ষা করার জন্য একটি ভ্যারিফিকেশন মেইল (Verification mail) আপনার ইনবক্সে এসে জমা হবে। সেখানে প্রযোজ্য জায়গায় ক্লিক করে স্ন্যাপশট সাইটকে জানান যে 'হ্যা, আপনি একজন সত্যিকারের ব্যবহারকারী'।Verify that you are a original snapshots user.
- এবার সাইটের যে কোন একটি এক্সটারনাল লিংকের (External link) উপরে মাউসের পয়েন্টার রেখে দিয়ে দেখুন। ভালো লাগার অনুভবটি নিজেই বুঝতে পারবেন।