বিল গেটস টুইটারে যোগ দিয়েছেন

Bill Gates twitter acountমাইক্রোসফট এর সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিখ্যাত মাইক্রোব্লগিং প্লাটফরম টুইটারে যোগ দিয়েছেন। এর আগে বিল গেটস নামে টুইটারে ১০০টারও বেশি ভুয়া একাউন্ট তৈরি করা হয়েছিল। এদের কোনটিই আসল বিল গেটস এর তৈরি নয়। তারপরও এই একাউন্টগুলোর কোনকোনটার ফলোয়ারের সংখ্যা হাজারেরও বেশি ছিল। কিন্তু এখন সব যল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল 'বিল গেটস' টুইটারে যোগ দিয়েছেন। এবং তিনিই যে আসল বিল গেটস তা টুইটার কর্তৃপক্ষ ভ্যারিফাই করে নিশ্চিত করেছে।Bill gates join on twitter. This account is verified. It is original bill gates, not fake.
গতকাল ১৯ জানুয়ারি ২০০৯ তারিখে তিনি মাত্র ১৬০ ক্যারেক্টারের বন্ধনে নিজেকে যুক্ত করেছেন। তার প্রথম টুইটটি হলো ""Hello World." Hard at work on my foundation letter - publishing on 1/25." মাত্র এক দিনের মধ্যেই তার ফলোয়ারের সংখ্যা হয়েছে ১১৭৫২৪ জন হয়ে গেছে। আর যতই সময় যাচ্ছে, খবরটা যত প্রচারিত হচ্ছে তার ফলোয়ারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে
Microsoft co bill gates now work on Bill and Melinda gates foundation.
টুইটারে বিভিন্ন প্রখ্যাত সেলিব্রিটিদের নামে ভক্তরা অনেক সময় একাউন্ট খুলে থাকে। কিন্তু মূল ব্যক্তি নিজেই যখন একাউন্ট খোলে, তখন তার সত্যতা নিশ্চিত করার দায়িত্ব বর্তায় টুইটার কর্তৃপক্ষের ঘাড়ে। তাই তারা সেলিব্রিটির সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করে। বিল গেটস এর বর্তমান একাউন্টটিও টুইটার কর্তৃপক্ষ ব্যক্তিগতভাবে যোগাযোগ করে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে তিনিই আসল বিল গেটস। অর্থাৎ এটা কোন ভক্তের তৈরি একাউন্ট নয়। Withing day one on Twitter, as news published about Gates being on twitter, his followers quickly went to more than 10,000.
বিল গেটস গত ২০০৮ সালের মাঝামাঝি সময়ে মাইক্রোসফট কোম্পানীর প্রধান নির্বাহীর পদ থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি
Bill and Melinda Gates Foundation এর সাথে কাজ করে সারা পৃথিবীর স্বাস্থ্য ও শিক্ষাসুবিধাকে আরও বেশি ছড়িয়ে দেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
Now he works for Bill and melinda gates foundation.
বিল গেটস এর টুইটার একাউন্ট এর ঠিকানা হল: http://twitter.com/BillGates
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger