গুগলের সার্চ রেজাল্ট এখন সঙ্গীতমুখর হয়ে উঠেছে

Google serch result now musical
গুগল লক্ষ্য করেছে যে অনলাইনে গান খোঁজার (Music search) পরিমাণ আগের চাইতে অনেক বেড়ে গেছে। গানপ্রেমীদের কথা মাথায় রেখে গুগল সার্চ (Google Search) এখন একটি নতুন সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে। এখন থেকে অনলাইনে কোন মিউজিক ফাইল (Music file) সার্চ করলে তার রেজাল্টের পাশে গান শোনার একটি বন্দোবস্ত থাকবে।

কোন গানের কলি, শিল্পী বা গীতিকারের নাম ইত্যাদি লিখে সার্চ করলে যে সব রেজাল্ট পাওয়া যাবে, সেই সব রেজাল্টের পাশে একটি Play button থাকবে। আগ্রহীরা সেখানে ক্লিক করেই গানটির কিছু অংশ শুনে নিতে পারবেন। বুঝে নিতে পারবেন যে ঠিক এই গানটিই তিনি খুঁজছিলেন কিনা।

গুগলের এই সুবিধাটি কিরকম তা বুঝতে নিচের ভিডিওটি (Video) দেখুন।


বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে অফিসিয়াল গুগলব্লগের এই পাতায়
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger