কোন গানের কলি, শিল্পী বা গীতিকারের নাম ইত্যাদি লিখে সার্চ করলে যে সব রেজাল্ট পাওয়া যাবে, সেই সব রেজাল্টের পাশে একটি Play button থাকবে। আগ্রহীরা সেখানে ক্লিক করেই গানটির কিছু অংশ শুনে নিতে পারবেন। বুঝে নিতে পারবেন যে ঠিক এই গানটিই তিনি খুঁজছিলেন কিনা।
গুগলের এই সুবিধাটি কিরকম তা বুঝতে নিচের ভিডিওটি (Video) দেখুন।
বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে অফিসিয়াল গুগলব্লগের এই পাতায়