FolderSize দিয়ে দেখে নিন কোন ফোল্ডারের আকার কত বড়

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের দুঃখ একটাই যে ইনস্টল করার পর থেকে হার্ডডিস্কের জায়গা শুধু কমতে থাকে আর কমতে থাকে। তারা অনেকেই হার্ডডিস্কের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ায় ঠিক কোন ফাইল বা ফোল্ডারের সাইজ দিনে দিনে বেড়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় সঠিক জায়গাটির দেখা মেলে না। নিজেরও অনেক সময় জানা থাকে না যে কোন ফোল্ডারে কি রেখেছেন, আর কতটুকু জায়গা সেটা দখল করে আছে। এইসব বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এসেছে একটি দারুণ কাজের সফটওয়ার 'Folder size'। এই সফটওয়ারটির মাধ্যমে আপনারা অতি সহজে জানতে পারবেন কোন ফোল্ডার আপনার হার্ডডিস্কের কতটুকু জায়গা দখল করে আছে।
উল্লেখ্য যে এই সফটওয়ারটি চালাতে আপনার কম্পিউটারে মাইক্রোসফটের .NET 3.5 ইনস্টল থাকতে হবে। এখানে ক্লিক করে তা এক্ষুনি ডাউনলোড করে নিতে পারেন। You need Microsoft .net framework.
Foldersize সফটওয়ারটি পোর্টেবল। অর্থাৎ রান করার জন্য তাকে ইনস্টল করতে হবে না। সরাসরি EXE ফাইলটিতে ডাবল ক্লিক করে রান চালু করতে পারবেন। আর জেনে নিন হার্ডডিস্কে থাকা ভারী ফোল্ডারগুলির স্বাস্থ্যর অবস্থা। Know folder size of harddisk. Which folder is bigger then others.
মাত্র 165 KB সাইজের সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger