আজ আমরা এই ছোট্ট টুলটির সাথে পরিচিত হবো।
উবুন্টুর ডেস্কটপের উপরে থাকা মেনুবারের Applications এ ক্লিক করে Accessories তারপর Disk User Analyzer লেখাতে ক্লিক করুন।
নিচের ছবির মতো টুলটির উইন্ডো খুলে যাবে।
কিভাবে রিপোর্ট দেখতে চান, Ring Chart নাকি Treemap chart তা ডানপাশের লাল দাগ চিহ্নিত ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে পারবেন। টুলটি চালু হওয়ার সাথে সাথে ফাইল সিস্টেমের কতটুকু জায়গা ভর্তি হয়ে আছে তা দেখায়। You can view home, file system and folder size with this tool.উপরের মেনুবার থেকে Home Folder, File System, Folder এগুলোর কোন জায়গায় কতটুকু জায়গা ভরাট হয়ে আছে তা দেখতে পারবেন।
উপরের ছবিতে আমার কম্পিউটারে হোম অংশের কোন জায়গায় কতটুকু ভর্তি হয়ে আছে তা দেখা যাচ্ছে।
আমার কম্পিউটারে ফাইল সিস্টেমের কতটুকু জায়গা কোন কোন ফোল্ডার দিয়ে ভর্তি হয়ে আছে, তাদের আকার কতটুকু তা দেখা যাচ্ছে উপরের ছবিটি থেকে।Scan Folder লেখা বাটনে ক্লিক করে নির্দিষ্ট ফোল্ডারকে সিলেক্ট করে তার ভিতরের সবকটি ফোল্ডারের আকার জানতে পারবেন।
Scan Remote Folder বোতামে ক্লিক করে কোন রিমোট ফোল্ডারের আকার জানতে পারবেন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

