নতুন খবর: ব্লগারের ন্যাভবার এখন স্বচ্ছ হয়ে গেছে

ব্লগার.কম এর ব্লগের মাথার উপরে একটি ন্যাভবার (Navbar) থাকে। একথা সবাই জানেন। অনেকে অবশ্য একে ব্লগারবার বলেন। এই ন্যাভবার নিয়ে এর আগে আমি তিনটি পোস্ট আপনাদেরকে উপহার দিয়েছি। পূর্ববর্তি পোস্টগুলোতে আপনারা জেনেছেন কিভাবে এই ন্যাভবারটিকে ঢেকে রাখা যায়, অথবা লুকিয়ে রাখা যায় এবং এই ন্যাভবারটিকে কিভাবে ব্লগপোস্টগুলোকে শেয়ার করার কাজে ব্যবহার করা যায়। আজ এসেছি এই ন্যাভবার নিয়ে আর একটি নতুন খবর নিয়ে।

ব্লগারের এই ন্যাভবারটিকে এখন আপনি ইচ্ছে করলে স্বচ্ছ করতে পারবেন। হ্যাঁ, বন্ধুরা এই দারুণ ফিচারটি একটিভ করার নিয়ম নিম্নরূপ: It is a new feature by blogger.com.
  • ব্লগার.কম এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • Layout> Page elements ট্যাবে যান।
  • সেখানে Navbar এর ডানপাশের Edit লেখাতে (লাল রঙের গোল দাগ চিহ্নিত) ক্লিক করুন।
  • নিচের ছবির মতো আর একটি উইন্ডো ওপেন হবে।
  • এখানে Transparent Light ন্যাভবারটির পাশের রেডিও বোতামটি সিলেক্ট করুন।
  • Save বোতামে ক্লিক করে পরিবর্তনটি সংরক্ষণ করুন।
  • এবার অন্য ট্যাবে থাকা (ফায়ারফক্সে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন) নিজের ব্লগটিকে একবার রিফ্রেশ করুন। পরিবর্তনটি নিজেই বুঝতে পারবেন।
Now you have activated your blogs transparent navbar.
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger