প্রায় ১ ঘন্টার জন্য ব্লগার.কম এর ব্লগগুলি খুলছিল না

আজ ২৩ অক্টোবর দুপুর ১.৩৫ থেকে দুপুর ২.৩৫ পর্যন্ত মোট এক ঘন্টা বা তার চেয়েও কিছ বেশি সময় ব্লগার.কম এ থাকা বেশ কিছু ব্লগ ওপেন হচ্ছিল না। বাংলা হ্যাকস ব্লগটিও এই না খোলা ব্লগগুলির মধ্যে ছিল। কেন এমন হয়েছে এ বিষয়ে কোথাও কোন ঘোষণা ছিল না। শুধু ব্লগার টুইটারে বলা হয়েছিল যে ব্লগারের একটি সমস্যা তাদের চোখে পড়েছে, তা তারা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করবে। আমি তো বসে আছি কখন সমাধান হয় এই অপেক্ষায়। কিন্তু বারবার চেষ্টা করি কিন্তু 'বাংলা হ্যাকস' আর ওপেন হয় না। ব্রাউজারের এড্রেসবারে www.banglahacks.com লিখে এন্টার চাপি আর নিচের ছবির মতো bx-59cppw error code দেখায়।
একবার ভাবলাম দেখি draft.blogger.com এ প্রবেশ করি। কোন মেসেজ আছে কি না। অনেক সময় যান্ত্রিক ভুলে কোন কোন ব্লগকে স্প্যাম কনটেন্ট হিসেবে গুগলবট চিহ্নিত করে ফেলে। এমন কোন কিছু আমার ব্লগ নিয়ে হলো কি না। কিন্তু হায়! আমি draft.blogger.com তেও ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারছিলাম না। bx-kn2493 error code দেখায়। নিচের ছবি দেখুন।
আমার নিজের টুইটার ব্লগে এই বিষয়টি জানিয়ে পোস্ট দিলাম। টুইটারে থাকা ব্লগার.কম এর অফিসিয়াল ব্লগকেও খবরটা জানালাম।
Blogger wasn't work for one hour. I failed to access my blogger blog since 1 pm.
প্রায় ১ ঘন্টা পর আমার আশঙ্কা দূর হলো। ব্লগার.স্ট্যাটাস এর এই ঘোষণায় জানা গেল যে সমস্যার সমাধান হয়েছে। আমিও সঙ্গে সঙ্গে 'বাংলা হ্যাকস' খোলার চেষ্টা করলাম। খুলে গেল। ব্লগার.কম এর ড্যাশবোর্ডও ফিরে পেলাম। হাঁফ ছেড়ে বাঁচলাম।
Now the problem has resolved but there are not any announcement about this hazard.
কিন্তু এই যে সমস্যাটি হয়েছিল। আমিসহ হাজার হাজার ব্লগ লিখিয়ে তাদের ব্লগে প্রায় ১ ঘন্টা সময় ধরে প্রবেশ করতে পারেননি- এটা কেন হয়েছিল, সে সম্পর্কে কোথাও কোন খবর পেলাম না। রহস্য থেকে গেল।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger