একটি নিজস্ব ব্লগসার্চ ট্যাব ব্লগের শরীরে লাগিয়ে নিন

ব্লগে যদি একটি নিজস্ব সার্চইঞ্জিন থাকে তাহলে প্রয়োজনের সময় নির্দিষ্ট শব্দযুক্ত পোস্ট খুঁজে পাওয়া সহজ হয়। ব্লগসার্চের জন্য অনেকে ব্লগার.কম এর Page elements ট্যাবের গেজেট তালিকায় থাকা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। এছাড়া ব্লগার.কম এ খোলা ব্লগে কিভাবে একটি নিজস্ব ব্লগ সার্চ ইঞ্জিন লাগানো যায়, সে বিষয়ে আমি পূর্বেই আলোচনা করেছিলাম। আজকে যে সার্চ ইঞ্জিন নিয়ে আমি হাজির হয়েছি, তা একেবারে আধুনিক প্রযুক্তি দিয়ে নির্মিত। আর এই মজার প্রয়োজনের সার্চ ইঞ্জিনটি তৈরি করেছে Pax.com

এই সার্চ ইঞ্জিনটির বোতাম ব্লগের ডানপাশের মার্জিনে লেপ্টে থাকে। এখানে সার্চ লেখাতে ক্লিক করলে একটি অন্যরকমের সার্চইঞ্জিন এসে উপস্থিত হয়। আপনারা নিজেদের ব্লগের জন্য এই ফ্রি টুলটি সংগ্রহ করে নিতে পারেন Pax.com সাইট থেকে।সাইটে প্রবেশ করার পর তার নিচে Add a Site Search Tab to your site! লেখাতে ক্লিক করুন। নিচের ছবির মতো একটি পাতা খুলে যাবে। This is a first personal blog search engine in the world.
এখানে Get Started লেখাতে ক্লিক করুন। Now Click on Get Started.
এখানে Add Products & Get Code লেখাতে ক্লিক করে পরবর্তি পৃষ্ঠাতে চলে যান। Pax.com তিন রকমের সার্ভিস প্রদান করে। সেগুলো হল 1. Site Search, 2. Contact Form, 3. Search Tab
আপনি প্রয়োজন অনুযায়ী যে কোন একটি বা তিনটিই সিলেক্ট করে রাখতে পারেন।
খুলে যাওয়া পাতায় নাম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, রঙ, ট্যাবটি ব্লগশরীরের কোথায় বসবে, ডানে বামে উপরে মাঝখানে নাকি নিচে তা পছন্দ করে নিন।
এখানে তথ্য দেয়া সম্পন্ন হলে আপনার দেয়া ইমেইল ঠিকানায় একটি একটিভেশন কোড পাঠানো হবে। সেখানে থাকা একটিভেশন লিংকে ক্লিক করে একাউন্টটি নিশ্চিত করুন। তারপর সাইটে প্রদত্ত নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।now give us your email id, password etc.
এই পাতায় Pax.com এর দেয়া সার্ভিসসমূহের সবকটির HTML কোড থাকবে। এখান থেকে আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কোড সংগ্রহ করে নিন।
Layout> Page Elements থেকে একটি HTML/ Javascripts গেজেটে সংগৃহীত কোডগুলো স্থাপন করুন।
এছাড়াও Layout>Edit HTML ট্যাবে ব্লগ টেমপ্লেটের যে কোন জায়গায় Pax.com এর দেয়া কোড স্থাপন করতে পারেন।
ব্লগের ডানে - বামে থাকা Search Tab এ ক্লিক করলে উপরের ছবির মতো একটি ডায়ালগ বক্স আসবে। এখানকার সার্চ বক্সে কিছু লিখলে তা আপনার ব্লগ থেকেই খুঁজে বের করবে।

আপনি ইচ্ছে করলে একটি সার্চিং টেক্সটবক্স ব্লগে লাগিয়ে নিতে পারেন।
সেক্ষেত্রে কোডপাতার একেবারে নিচের কোডটি স্থাপন করুন।

কোডপাতায় থাকা ইমেইল করার উপযোগী একটি কোড যদি ব্যবহার করেন, তাহলে অন্য কোন জায়গা থেকে 'ইমেইল করুন' জাতীয় কোড কোড আর ব্যবহার করতে হবে না।

আশা করি সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger