ব্লগস্পটের ব্লগে একই সাথে Tweetme এবং Digg বোতাম দুটি লাগানোর পদ্ধতি

আমরা আগের দুটি লেখায় কিভাবে পোস্টপাতার পাশে Tweetme এবং Digg বোতাম ব্যবহার করা যায় তা জেনেছি। এবার আমরা জানবো কিভাবে একটিমাত্র কোড দিয়ে দুটো বাটনকে একই সাথে লাগানো যায়।

এরকম একসাথে দুইটি প্রয়োজনীয় বোতাম লাগানো থাকলে পাঠক আপনার ব্লগপোস্টটিকে অন্যদের সাথে শেয়ার করতে খুব উৎসাহিত যে হবে এতে কোন সন্দেহ নেই।
  • লগার.কম এ লগইন করুন।
  • Layout> Page Elements > Edit HTML ট্যাব খুলুন
  • Expand widget Templats লেখাতে একটি টিক চিহ্ন দিয়ে দিন।
  • এখানে <data:post.body> লেখাটি খুঁজে বের করতে হবে।
  • এবার এই কোডটির ঠিক উপরে নিচের স্ক্রিপ্টটি স্থাপন করুন এবং সেভ দিন।
  • যাদের ব্লগে Recent posts gadget লাগানো আছে তারা নিচের লাইনদুটির যে কোন একটির উপরে কোড স্থাপন করবেন।
  • <div class='post-header-line-1'/>
    অথবা
    <div class='post-body entry-content'>
  • Tweet me button স্থাপন করার কোড
  •  <div style='float:right; margin-left:10px;'><script type="text/javascript" src="http://tweetmeme.com/i/scripts/button.js"></script> <script type='text/javascript'> digg_url = '<data:post.url/>'; </script><br /> <script src='http://digg.com/tools/diggthis.js' type='text/javascript'/></div>
  • সেভ করুন।
  •  এখানে float:right এর জায়গায় left লিখে দিতে পারেন। সেক্ষেত্রে বোতামদুটি বামপাশে দেখা যাবে। তবে সেক্ষেত্রে margin-lef এর জায়গায় right লিখে দিতে হবে।
  • অন্য ট্যবে থাকা নিজের ব্লগটিকে একবার রিফ্রেস করে দেখুন।Now refresh your blog.
How to add both Tweetme and Digg button on blogger post page.
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger