এরকম একসাথে দুইটি প্রয়োজনীয় বোতাম লাগানো থাকলে পাঠক আপনার ব্লগপোস্টটিকে অন্যদের সাথে শেয়ার করতে খুব উৎসাহিত যে হবে এতে কোন সন্দেহ নেই।
- লগার.কম এ লগইন করুন।
- Layout> Page Elements > Edit HTML ট্যাব খুলুন
- Expand widget Templats লেখাতে একটি টিক চিহ্ন দিয়ে দিন।
- এখানে <data:post.body> লেখাটি খুঁজে বের করতে হবে।
- এবার এই কোডটির ঠিক উপরে নিচের স্ক্রিপ্টটি স্থাপন করুন এবং সেভ দিন।
- যাদের ব্লগে Recent posts gadget লাগানো আছে তারা নিচের লাইনদুটির যে কোন একটির উপরে কোড স্থাপন করবেন।
- <div class='post-header-line-1'/>
অথবা
<div class='post-body entry-content'> - Tweet me button স্থাপন করার কোড
- <div style='float:right; margin-left:10px;'><script type="text/javascript" src="http://tweetmeme.com/i/scripts/button.js"></script> <script type='text/javascript'> digg_url = '<data:post.url/>'; </script><br /> <script src='http://digg.com/tools/diggthis.js' type='text/javascript'/></div>
- সেভ করুন।
- এখানে float:right এর জায়গায় left লিখে দিতে পারেন। সেক্ষেত্রে বোতামদুটি বামপাশে দেখা যাবে। তবে সেক্ষেত্রে margin-lef এর জায়গায় right লিখে দিতে হবে।
- অন্য ট্যবে থাকা নিজের ব্লগটিকে একবার রিফ্রেস করে দেখুন।Now refresh your blog.