ভবিষ্যত কিংবা অতীতের কোন একটি দিনে পোস্ট করার পদ্ধতি

ব্লগে পোস্ট করার একটা মজার সুবিধা সব ব্লগিং প্লাটফরমে (Blogging Platform) রয়েছে। আর তা হল কোন একটি নির্দিস্ট তারিখে নির্দিষ্ট সময়ে (Specific Date or Time/ Schedule Date or Time) স্বয়ংক্রিয়ভাবে (Automatic) পোস্ট করার সুবিধা। অর্থাৎ ধরি আপনি আগামী কোন একটি বিশেষ দিনে সকালবেলাতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট লিখতে চান। কিন্তু সেদিন তো আপনি ভোর থেকেই ব্যস্ত থাকবেন, তাহলে? হ্যাঁ, বন্ধুরা সেই সুবিধাটি ব্যাখ্যা করার জন্যই আজকের এই পোস্টটির অবতারণা।
উপরের ছবিটি লক্ষ্য করুন। এটা পোস্ট এডিটরে (Post Editor) বা পোস্ট লেখার পাতার নিচের অংশ। বামপাশে লেখা রয়েছে Post Options (লাল রঙের দাগ চিহ্নিত)। এই লেখাটিতে ক্লিক করলে বেশ কিছু অপশন (Options) উন্মুক্ত (Open) হয়ে পড়বে। ডানপাশে তারিখ ও সময় লেখা আছে (লাল রঙের দাগ চিহ্নিত)। এই তারিখ ও সময় আপনি নিজের ইচ্ছামতো পরিবর্তন (Change) করতে পারবেন। ইচ্ছে করলে অতীতের (Past) কোন একটি সালের কোন একটি দিন কিংবা ভবিষ্যতের (Future) কোন একটি দিনের কোন এক মিনিটে আপনি ব্লগ পোস্ট প্রকাশ করতে পারবেন। ভাবতেই অবাক লাগছে। তাই না?

এক্ষুনি পরীক্ষা করে দেখুন। ছুটির দিনে অথবা আপনার শারীরিক অনুপস্থিতির সময়ে কিংবা কোন বিশেষ প্রয়োজনে ব্লগের এই সুবিধাটি দারুণ কাজে দেবে। আর সামনে তো পূজা আর ঈদ রয়েছেই এমন একটি বিশেষভাবে ব্যস্ত থাকার দিন হিসেবে। আর সেই দিনটিতে কি আপনার ব্লগে কোন লেখা পোস্ট হবে না?
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger