উপরের ছবিটি লক্ষ্য করুন। এটা পোস্ট এডিটরে (Post Editor) বা পোস্ট লেখার পাতার নিচের অংশ। বামপাশে লেখা রয়েছে Post Options (লাল রঙের দাগ চিহ্নিত)। এই লেখাটিতে ক্লিক করলে বেশ কিছু অপশন (Options) উন্মুক্ত (Open) হয়ে পড়বে। ডানপাশে তারিখ ও সময় লেখা আছে (লাল রঙের দাগ চিহ্নিত)। এই তারিখ ও সময় আপনি নিজের ইচ্ছামতো পরিবর্তন (Change) করতে পারবেন। ইচ্ছে করলে অতীতের (Past) কোন একটি সালের কোন একটি দিন কিংবা ভবিষ্যতের (Future) কোন একটি দিনের কোন এক মিনিটে আপনি ব্লগ পোস্ট প্রকাশ করতে পারবেন। ভাবতেই অবাক লাগছে। তাই না?এক্ষুনি পরীক্ষা করে দেখুন। ছুটির দিনে অথবা আপনার শারীরিক অনুপস্থিতির সময়ে কিংবা কোন বিশেষ প্রয়োজনে ব্লগের এই সুবিধাটি দারুণ কাজে দেবে। আর সামনে তো পূজা আর ঈদ রয়েছেই এমন একটি বিশেষভাবে ব্যস্ত থাকার দিন হিসেবে। আর সেই দিনটিতে কি আপনার ব্লগে কোন লেখা পোস্ট হবে না?

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

