ব্লগ রাঙিয়ে তুলুন নানান রঙে (ব্লগারের ডিফল্ট রঙ পরিবর্তন করার পদ্ধতি)

কোন রকম এইচটিএমএল এর কাজ না জেনে ব্লগারের ডিফল্ট রঙ পরিবর্তন করার পদ্ধতি দিয়ে খুব সহজে নিজের ব্লগটিকে নানান রঙে (Various Colour) রাঙিয়ে (Colour) তুলুন।
  • ড্যাশবোর্ডে (Dashboard) প্রবেশ করে Layout লেখা লিংকে ক্লিক (Click) করুন।
  • খুলে যাওয়া Layout অংশে Fonts and Colors লেখাতে ক্লিক করুন।
  • উপরের ছবির মতো অংশটিকে ব্যবহার করে আপনি ইচ্ছে করলে আপনার ব্লগের বিভিন্ন রকম পরিবর্তন খুব সামান্য পরিশ্রমে কোন রকম HTML কোড না জেনেই করতে পারবেন।
  • বামপাশের তালিকা থেকে Page Background color, Text color, Link color, Blog Title color, Subtitle color, Post Title color, Post Title Background color, Border color, Sidebar Title Background Color, Sidebar Title Text Color, Sidebar Color, Sidebar Text Color, Visited Link Color, Text Font, Sidebar Title Font, Blog Title Font, Blog Description Font, Post Footer Font ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।
  • উল্লেখ্য যে, টেমপ্লেট ভেদে অপশনগুলির মধ্যে পার্থক্য থাকতে পারে। অর্থাৎ কোন টেমপ্লেট এর চাইতে বেশি বা কম অপশন থাকতে পারে।
পরিবর্তন করার পদ্ধতি
  • বামপাশে যে কোন একটি বিষয় মাউসের Left Click দিয়ে সিলেক্ট করবেন
  • ডানপাশের বিভিন্ন রকম রঙ থেকে পছন্দের রঙটি বাছাই করুন।
  • Font পরিবর্তন করার পদ্ধতি একই।
  • বামপাশে যে কোন একটি বিষয় মাউসের Left Click দিয়ে সিলেক্ট করুন।
  • ডানপাশের পছন্দের Font মাউসের Left Click দিয়ে ক্লিক করুন। ফন্ট পরিবর্তন হয়ে যাবে।
  • ফন্ট পরিবর্তন করার এই অংশে আপনি ইচ্ছে করলে কোন ফন্টের সাইজ (Font Size) ছোটবড় করতে পারবেন। এছাড়া বোল্ড (Bold), ইটালিক (Italic) ইত্যাদি পরিবর্তনও করতে পারবেন এখান থেকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger