২০০৩ সালের জুন মাসে Barry Kauler পাপি লিনাক্স তৈরি করেন। কিন্তু রিলিজ আকারে আসে ২০০৫ সালে। ২০০৫ সালের ২৯ মার্চে আসে Puppy 1, ২০০৬ সালের ০১ জুন তারিখে আসে Puppy 2, ২০০৭ সালের অক্টোবর মাসের ০২ তারিখে আসে Puppy 3 এবং Puppy 4 আসে ২০০৮ সালের ০৫ মে তারিখে। মাত্র ৬০-১০০ মে.বা. আকারের একটি ছোট্ট অপারেটিং সিস্টেমটি (mini operating system) খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়। একটি পেনড্রাইভ (Pendrive) বা মিনিডিস্কে (Minidisk) ভরে সহজেই নিজের সাথে রেখে দেয়া যায়। পাপি লিনাক্স প্রথমে প্রয়োজন হয়েছিল এডমিনিস্ট্রেটিভ (Administrative) কিছু কাজ করার জন্য। যার জন্য পাপি খুব শক্তিশালী। দ্রততা ও সহজবোধ্যতার সমন্বয় ঘটেছে এই পাপি লিনাক্সে। বাড়িতে ব্যাবহারেরর উপযোগী এই ডিস্ট্রোটি (Distro) ধীরে ধীরে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। পুরনো (P1) কম্পিউটারেও পাপি চলতে কোন সমস্যা হয় না। ফলে সাধারণ মানুষকে তাদের পুরোনো পিসিটাকে আর ডাস্টবিনে ফেল দিতে হবে না। কোন কম্পিউটারে মাত্র ৬৪ মে.বা. থেকে সর্বোচ্চ ২৫৬ মে.বা. RAM থাকলেই পাপিকে রান করানো সম্ভব। সমস্ত অপারেটিং সিস্টেম এবং অন্যান্য এপ্লিকেশনগুলো সম্পূর্ণভাবে কম্পিউটারেরর সাথে সংযুক্ত RAM এ রান হবে। Puppy Linux Community'র বিভিন্ন সদস্যরা Warren Willson এর সাথে মিলে একসঙ্গে পাপিকে আরও শক্তিশালী ও ব্যবহারসহায়ক (User Friendly) হিসেবে গড়ে তুলছে। Puppy Linux সম্পূর্ণভাবে একটি স্বাধীন ডিস্ট্রিবিউশন। অন্য কোন Linux Distribution যেমন Debian, Fedora, SuSE ইত্যাদির উপর নির্ভরশীল নয়। পাপি লিনাক্স সম্পূণর্ভাবে বিনেপয়সায় (Free) সারা পৃথিবীব্যাপী বিতরন করা হচ্ছে। Puppy Linux ISO ডাউনলোড করা যাবে http://www.puppylinux.org/downloads এই ঠিকানা থেকে।
পাপি লিনাক্সে দুইরকম Windows Manager ব্যবহার করা হয়েছে। হালকা আকারের Jwm এবং IceWm দুটো দিয়েই পাপি লিনাক্স খুব দ্রুত কাজ করে। ডিফল্টভাবে Jwm স্টার্ট হয়।
পাপি লিনাক্স অন্যরকম কেন?
১. আকারে ছোট (Small size)। সাইজ ১০০ মেগা বাইট এরও কম। এই এতটুকু জায়গার মধ্যেই বেশ কিছু প্রয়োজনীয় এবং অসাধারণ সুবিধা (Useful and Unique) রয়েছে।উপরের তথ্যগুলো এই পেজের অনুসরণে লেখা হয়েছে।
২. লাইভ বুটিং (Live Booting) সুবিধাযুক্ত। যে কোন বহনযোগ্য মিডিয়া (Portable Midea) যেমন CD, DVD, USB Flash drive ইত্যাদি থেকে Puppy Linux'কে Run করানো যায়।
৩. RAM থেকে রান হয়। পুরনো বা নতুন যে কোন PC'তে অস্বাভাবিক দ্রুতগতিতে কাজ করে।
৪. খুব কম সিস্টেম রিকোয়ারমেন্ট (System Requirement) দরকার হয়।
৫. বুট করার সময় (Boot time) ১ মিনেটেরও কম। বেশিরভাগ পিসিতে ৩০-৪০ সেকেন্ড লাগে।
৬. বিভিন্ন রকমের এপ্লিকেশন সফটওয়ার (Application software) ডিস্ট্রো'র সাথে দেয়া হয়েছে। Word processor, spreadsheets, internet browser, game, image editor, chat, media player সব ধরণের প্রয়োজন এই এক Puppy Linux দিয়ে মেটানো সম্ভব।
৭. সহজে যেকোন USB, Zip Drive বা Hard Disk ইত্যাদিতে ইনস্টল করা যায়।
পাপির বিভিন্ন রিলিজ সম্পর্কে কিছু বর্ণনা
Puppy 1 সিরিজ: পেন্টিয়াম ১ কম্পিউটারেও বেশ দ্রুত চলতো। মাত্র ৩২ মেগাবাইট RAM থাকলেও কোন সমস্যা হতো না। সেসময় USB সুবিধা সব কম্পিউটারে ছিল না। তাই ফ্লপি ডিস্ক থেকে বুট করার কিংবা ফ্লটি ডিস্ককে বুট ডিস্ক হিসেবে ব্যবহার করার একটি সুবিধা এই ভার্শনে ছিল। Windows 9x/ Windows Me চলতো যেসব কম্পউটারে সেসবে Puppy 1 সিরিজ দ্রুতই রান করতো।
Puppy 2 সিরিজ:এর আকার ছিল ৮৬.৫ মেগাবাইট। মজিলা ভিত্তিক Seamonkey ব্রাউজারকে এই ভার্শনে ওয়েব ব্রাউজার ও মেইল ক্লায়েন্ট হিসেবে ডিফল্টভাবে দিয়ে দেয়া ছিল।
এই ভার্সনটিতে এপ্লিকেশন (Application) অনুযায়ী কয়েকটি এডিশন (Edition) ছিল। যেমন:
* স্ট্যান্ডার্ড এডিসনটি ছিল ৬৮ মেগাবাইটের। এতে Abiword ছিল ডিফল্ট Word preocessor হিসেবে।
* Mozila Firefox সহ ছিল ৫২.৪ মেগাবাইট আকারের।
* Mozila Suite সহ এডিশনটির আকার ছিল ৫৫.৩ মেগাবাইট এবং
* Opera সহ এডিশনটির আকার ছিল ৪৯.৬ মেগাবাইট।
* Open Office.org Suite সহ একটি এডিশন ছিল, যার আকার ছিল ৯৬.১ মেগাবাইট। এর নাম ছিল Chubby Puppy
* ৩৯.৯ মেগাবাইট আকারেরর আর একটি এডিশন ছিল। এর নাম ছিল BareBones, এতে কোন GUI ছিল না।
আর একটি এডিশন ছিল ৮৩ মেগাবাইট আকারের। এটা ছিল 'zdrv' Standard Edition, এটাতে বেশ কিছু Kernel driver এবং firmware ছিল।
Puppy 3 সিরিজ: এর বৈশিষ্ট্যগুলো ছিল Slackware 12 এর মতো। Slackware এর বিভিন্ন সফটওয়ার (ডিপেন্ডেন্সিসহ) যেন সহজে এটাতে ইনস্টল করা যায় এমন একটি সুবিধা এই রিলিজটিতে ছিল। অবশ্য এর মানে এই নয় যে Puppy Linux 'কে একটি Slackware based distribution বলা যাবে।
Puppy 4 সিরিজ: এই রিলিজটিতে Slackware কে সাপোর্ট করার সমস্ত সুবিধাগুলো অপসারণ (Remove) করা হযেছে। এর ফলে এর আকার ছোট হয়ে গেছে এবং ৩ নং ভার্সনের ছোটখাট কিছু দুর্বলতা দূর করা সম্ভব হয়েছে।
Puppy 4.2 তে user interface পরিবর্তন করা, বিভিন্ন প্যাকেজ আপগ্রেড করা, লোকালাইজেশন (Localization) করা, নতুন কিছু সফটওয়ার ইত্যাদি সুবিধাগুলো সংযুক্ত করা হয়েছে। এই ভার্সনটির আকার মাত্র ১০০ মেগাবাইট। বর্তমানে এই ভার্সনটি চলছে।
তথ্যগুলো সংগ্রহ করেছি এই পৃষ্ঠা থেকে।
* মূল ওয়েবসাইটে থাকা ইংরেজি ভাষার ম্যানুয়ালটি পড়া যাবে এই ঠিকানা থেকে।