আমরা অনেকেই মুক্ত সফটওয়ার ব্যবহার করি। কিন্তু কম্পিউটারে এর জন্য কোন স্টিকার লাগাতে পারি না। কারণ তা পাওয়াই যায় না। কিন্তু http://www.openstickers.com/ এই ওয়েবসাইটে মুক্ত সফটওয়ারগুলির স্টিকার ডাউনলোড করার জন্য বিনেপয়সায় দেয়া হচ্ছে।
যদি আপনি ছবি আঁকাআঁকিতে পারদর্শী হন, তাহলে ইচ্ছে করলে আপনি নিজেও এই উদ্যেগে অংশগ্রহণ করতে পারেন। শুধুমাত্র jalbusac(at)gmail.com (images and sources) ঠিকানায় আপনার কাজ পাঠিয়ে দিলেই হবে। বাকী কাজটুকু তারাই সেরে নেবেন।
openstickers ওয়েবসাইটে দুইটি পিডিএফ ফাইলে মুক্ত সফটওয়ারের স্টিকারগুলো বিলি করা হচ্ছে। ওয়েব সাইটে দেয়া পিডিএফ ফাইলদুটো (আকার ৯ মেগাবাইটের বেশি) ডাউনলোড করুন। ১০০ বেশি পৃষ্ঠার ছবিগুলো থেকে একটি পছন্দ করুন। তা রঙিন প্রিন্টারে প্রিন্ট করুন। আকার অনুযায়ী কেটে কেটে বন্ধুদেরকে উপহার দিন, তাদের কম্পিউটারে লাগিয়ে দিন। নিজের কম্পিউটারের গায়ে স্টিকারেরর মতো করে সেঁটে দিন।