মাঝে মাঝে এমন হয় যে কিছু কিছু ফাইল (File) বন্ধুদের সাথে বা আপনার ব্লগের ভিজিটরদের (Visitor) সাথে শেয়ার করার দরকার হয়। বাস্তবের পৃথিবীতে পেনড্রাইভে (Pendrive) করে বন্ধুদেরকে ফাইলটি (File) দিয়ে দেয়া যায়। কিন্তু অনলাইনে (Online) তো আর পেনড্রাইভ দেয়া সম্ভব হবে না। তাই সেই ফাইলটিকে এমন একটি জায়গায় রেখে দেয়া দরকার যেখান থেকে বন্ধুরা ইচ্ছেমতো ডাউনলোড (Download) করে নিতে পারবে। অনলাইনে কোন ফাইল (যে কোন রকমের ফাইল) রেখে দেয়াকে হোস্টিং বলে। যদি কারও নিজস্ব অনলাইন স্পেস (Online space) থাকে অর্থাৎ যদি নিজস্ব ওয়েবসাইট থাকে (Website), তাহলে সেই সাইটের হোস্টিং (Hosting) অংশে ফাইলটিকে রেখে দেয়া যায়। কিন্তু যাদের এইরকম নিজস্ব হোস্টিং নেই, তারা কি করবে? হতাশ হওয়ার কিছু নেই। আমরা যারা অনলাইনে ফ্রি ব্লগিং (Free Blogging) করে থাকি তাদের জন্য হোস্টিং সুবিধাও রয়েছে বিনেপয়সায়। নানারকম সাইট রয়েছে যারা আপনাকে অনলাইনে ফ্রি ফাইল হোস্ট (Free file hosting) সুবিধা দেয়ার জন্য অপেক্ষা করে আছে। এদের বিভিন্নজনের সুবিধা বিভিন্নরকম। তার কিছু কিছু হয়তো আপনার নিজের জন্য সুবিধাজনক। কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার বন্ধুর কথা যার সাথে আপনি ফাইল শেয়ার (File Share) করতে চান।
যারা ওয়ার্ডপ্রেস.কম এ ব্লগ লেখে, তাদের এতসব সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস.কম (Wordpress.com) নিজে থেকে ৩ জি.বি. (Gigabyte) জায়গা দেয় ফাইল হোস্ট করার জন্য। কিন্তু যারা ব্লগার.কম (Blogger.com) এ ব্লগ লেখে তারা এইরকম কোন সুবিধা পায় না। ফলে তাদেরকে অনলাইনের বিভিন্ন সাইট থেকে হোস্টিং সুবিধাটা বেছে নিতে হয়। আজ আমি এমনই কয়েকটি জায়গায় ফাইল হোস্ট করা বিষয়ে আলোচনা করবো।
বিভিন্ন ধরণের ফাইল আমাদের হোস্টিং করতে হতে পারে। ইমেজ ফাইল (Image file), জিপ ফাইল (Zip file) (এর মধ্যে exe থেকে শুরু করে যে কোন ফাইল কমপ্রেস (Compress) করে শেয়ার করা যেতে পারে)। ব্লগার.কম এ ইমেজ ফাইল আপলোড করা খুবই সহজ। কিন্তু যদি ইমেজ ফাইলটির সরাসরি লিংক (Direct link) ব্যবহার করতে হয় তখন হয়ে যায় সমস্যা। সেক্ষেত্রে অর্থাৎ ইমেজ ফাইল সরাসরি শেয়ার সহজ উপায় জানতে এই লেখাটি পড়ে দেখতে পারেন। আমাদের প্রয়োজন doc, pdf, exe ইত্যাদি রকমের ফাইল শেয়ার করা। exe বা executable ফাইলকে অনেকে আপলোড করতে দেয় না। সেক্ষেত্রে exe ফাইলটিকে zip ফাইল করে নিলে কোন সমস্যা হয়না।
* প্রথমেই বলবো googlepages এর কথা। গুগলের নিজস্ব এই সুবিধাটি একটি জিমেইল একাউন্ট (Gmail account) থাকলেই ব্যবহার করা যেত। এখানে নিজস্ব ওয়েবসাইট (Personal website) তো তৈরি করতে পারতেনই, পাশাপাশি নানারকমের ফাইল আপনি অনায়াসে আপলোড করতে পারতেন। কিন্তু দু:খজনক হল গুগল কোম্পানী এই সুবিধাটি বন্ধ করে দিয়েছে (যারা আগেই লগইন করেছেন, তাদেরটা চালু থাকবে)। কিন্তু পাশাপাশি চালু করেছে আরএকটি সুবিধা যার মাধ্যমে আমাদের প্রয়োজনটি সহজেই মেটাতে পারি। আর এটি হল Googlesites
* নিজস্ব জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে http://sites.google.com এ লগইন করুন। আর শুরু করে দিন ফাইল আপলোড।
* Box.net সহজে ফাইল শেয়ার করার একটি দারুণ সাইট। বিভিন্নরকম ফোল্ডার (Folder) তৈরি করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এই সাইটে কোন বিজ্ঞাপন (Advertisement) নেই। ফলে অল্প স্পিডের (Slow speed) ইন্টারনেট কানেকশনেও ব্যবহার করতে কোন সমস্যা হয় না।
* Mediafire.com এখানেও আপনি সহজে বিভিন্নরকমের ফাইল শেয়ার করতে পারবেন। ডিফল্টভাবে এখানে সবধরণের ফাইলকে ভাইরাস স্ক্যানার (Virus scanner) দিয়ে স্ক্যান করে নেয়া হয়। ফলে কোনরকম ভাইরাসের আক্রমণের ভয় এই সাইট থেকে একেবারেই নেই।
এছাড়াও ziddu.com, hotlinkfiles.com, rapidshare.com ইত্যাদি সাইট থেকে আপনি ফাইল হোস্টিং সুবিধা পেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে নানারকমের সমস্যা রয়েছে।
আমরা জানি অনলাইন থেকে ফাইল নামানোর জন্য ডাউনলোডার (Downloader) ব্যবহার করা ভালো। এতে স্পিড সমস্যার কারনে ফাইলে কোনরকম সমস্যা হয়না। কিন্তু ziddu বা এই ধরণের হোস্টিং প্রোভাইডাররা (Hosting provider) এ ধরণের সুবিধাকে সমর্থন করে না। অর্থাৎ আপনার বন্ধু ফাইলটিকে ঠিকমতো পেতে নাও পারেন। আবার hotlinkfiles এর অসুবিধা হচ্ছে যে আপনার ফাইলটি যদি ৩০ দিনের মধ্যে ডাউনলোড (Download) না করা হয়। কিংবা আপনি যদি ৩০ দিনের মধ্যে আপনার একাউন্টে লগইন না করেন, তাহলে আপনার একাউন্ট বন্ধ করে দেয়া হবে।
এতসব ফিচার (Feature) ও সমস্যার মধ্যে আমার পছন্দের ফাইল শেয়ারিং সাইট কোনটি এই প্রশ্নটি যদি করেন, তাহলে বলবো http://sites.google.com এবং Box.net। কারণ গুগলসাইটটি আপনার গুগল একাউন্টের (Google account) সাথে সম্পর্কিত। ফলে যতদিন আপনার ইমেইল একাউন্টটি একটিভ থাকবে ততদিন এর মেয়াদ ফুরাবে না। আর box.net এর স্পিড তো অসাধারণ।