বহুদিন পর একটি অন্যরকম স্টাইলের (Style) টেমপ্লেট (Template) ডিজাইন করলাম। বরাবরের মতোই একটি নতুনত্ব আনার চেষ্টা করেছি এই টেমপ্লেটটিতে। পাশাপাশি বাংলাদেশের ব্লগারদের প্রতি আমার যে অঙ্গীকার তার বাস্তবায়ন রয়েছে এই ডিজাইনের মধ্যে। অর্থাৎ এবারও আমি টেমপ্লেট ডিজাইন করতে গিয়ে কোনরকম ইমেজ ফাইল ব্যবহার করিনি। শুধুমাত্র কাঠামোগত পরিবর্তনটাকেই প্রাধান্য দিয়েছি। এতে ব্লগারগণ একটি নতুন ডিজাইন পেলেন এবং তা বাংলাদেশের ধীরগতির ইন্টারনেটের জন্য একেবারে দারুন উপযোগী। অর্থাৎ কোনরকম বাহুল্য না থাকার কারণে এই টেমপ্লেটটি ব্যবহার করলে আপনার ব্লগ অধিকতর দ্রুত লোড হবে। বিটিআরসির লাইন ব্যবহার করলেও তেমন সমস্যা হবে না।এবারের টেমপ্লেটটির নাম অনুভব। আজ প্রকাশ করলাম এর প্রথম ডিজাইনটি। পরবর্তীতে সময়সুযোগমতো এর পরবর্তী ডিজাইনগুলোও প্রকাশ করবো।
অনুভব টেমপ্লেটটির আকার বেশ বড়। দুপাশে দুটি সাইডবার রয়েছে। অর্থাৎ ৩ কলামের এই টেমপ্লেটটির কোন জায়গা নষ্ট করা হয়নি। ফলে যারা বেশি বেশি পোস্ট লেখেন ও বেশি বেশি উইজেট ব্যবহার করেন, তাদের জন্য এই টেমপ্লেট বেশ কাজে দেবে বলে আশা রাখি। এই টেমপ্লেটটির ভিত্তি ব্লগারের ডিফল্ট টেমপ্লেট মিনিমা। মিনিমা টেমপ্লেটটিকেই ভিন্ন আঙ্গিকে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি।
এই টেমপ্লেটের কিছু সাধারণ বৈশিষ্ট্য:
- সম্পূর্ণ টেমপ্লেটটির প্রশস্ত: 988px
- সাইডবার রয়েছে: ২টি
- মাঝে রয়েছে পোস্ট অংশ আর তার দুপাশে রয়েছে সাইডবার দুটি
- বামপাশের সাইডবারের সাইজ: 290 px
- ডানপাশের সাইডবারের সাইজ: 200 px
- ডেমোব্লগে সাইডবারগুলোতে বিভিন্ন ব্লগের ফিড লাগানো রয়েছে। এর মাধ্যমে পোস্টগুলো যদি সাইডবারে সাজিয়ে রাখি, তাহলে কেমন দেখা যাবে, তা বোঝা যাচ্ছে সহজে।
- গুগলের এডসেন্স রেডি
- ফায়ারফক্স ৩, ইন্টারনেট এক্সপ্লোরার ৭ এবং ওপেরা ৯ তে টেস্ট করা হয়েছে। কোনরকম সমস্যা পাওয়া যায়নি।
- ডেমো ব্লগ
- ডাউনলোড করুন। ফাইলের ধরণ: zip , আকার: 7.4 KB

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

