উইন্ডোজ থেকে লিনাক্স পার্টিশন দেখার পদ্ধতি

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে অনেকেই ডুয়েল বুটিং হিসেবে লিনাক্স ঘরানার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন। লিনাক্সের ফাইল সিস্টেমগুলো সাধারণত ext2 বা ext3 হয়ে থাকে। আমরা জানি যে লিনাক্স সিস্টেম উইন্ডোজের NTFS বা FAT ড্রাইভগুলো পড়তে পারে। কিন্তু উইন্ডোজ লিনাক্সের ext2 বা ext3 ফাইল সিস্টেমের কোন কিছু পড়তে পারে না। ফলে উইন্ডোজ চালু অবস্থায় লিনাক্স থাকা ড্রাইভের কোন প্রয়োজনীয় ফাইল সংগ্রহ করা কোনক্রমেই সম্ভব হয় না। এই সমস্যা দূর করার জন্য বেশ কয়েটি সফটওয়ার রয়েছে। এদের মধ্যে Ext2 Installable File System For Windows অন্যতম।

www.fs-driver.org এর তৈরি করা ১.৩৯ মেগাবাইট সাইজের এই সফটওয়্যারটি সত্যিই খুব কাজের। সফটওয়ারটি ইনস্টল শেষে রান করুন। ডায়ালগ বক্সগুলো অনুসরণ করুন। উইন্ডোজ থেকে লিনাক্স ইনস্টল করা ড্রাইভটি এবার স্পষ্ট দেখতে পারবেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger