কোন ব্রাউজারে কেমন দেখায়?

আপনার প্রিয় ব্লগ বা ওয়েবসাইটটি কোন ব্রাউজারে কেমন দেখায়, তা কি জানার ইচ্ছা হয় না? হ্যাঁ, তা তো হয়, কিন্তু একটি কম্পিউটারে কতগুলোই বা ব্রাউজার ইনস্টল করা থাকতে পারে, তাইনা? তার চেয়ে এই ওয়েবসাইটে চলে যান। সেখানে দেয়া লিংকবক্সে আপনার ব্লগ বা ওয়েবসাইটের URLটি লিখে Submit বাটনে প্রেস করুন। আধা ঘন্টার মধ্যে ৮০টির বেশি ব্রাউজারে আপনার ব্লগ/ ওয়েবসাইটটি কেমন দেখা যায়, তার প্রিভিউ দেখাবে।

এই প্রিভিউগুলো বেশ বড়মাপের রেজুলুশনের ইমেজ ফাইল হিসেবে তৈরি হবে। ফলে স্পষ্টভাবে আপনার ওয়েবসাইট বা ব্লগের সঠিক চিত্রটি দেখতে পারবেন।
আপনি ইচ্ছে করলে সবকটি প্রিভিউ ইমেজকে একেবারে একটি জিপ ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন।

এই কাজের ওয়েবসাইটটির ঠিকানা: browsershots.org
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger