আপনার প্রিয় ব্লগ বা ওয়েবসাইটটি কোন ব্রাউজারে কেমন দেখায়, তা কি জানার ইচ্ছা হয় না? হ্যাঁ, তা তো হয়, কিন্তু একটি কম্পিউটারে কতগুলোই বা ব্রাউজার ইনস্টল করা থাকতে পারে, তাইনা? তার চেয়ে এই ওয়েবসাইটে চলে যান। সেখানে দেয়া লিংকবক্সে আপনার ব্লগ বা ওয়েবসাইটের URLটি লিখে Submit বাটনে প্রেস করুন। আধা ঘন্টার মধ্যে ৮০টির বেশি ব্রাউজারে আপনার ব্লগ/ ওয়েবসাইটটি কেমন দেখা যায়, তার প্রিভিউ দেখাবে।এই প্রিভিউগুলো বেশ বড়মাপের রেজুলুশনের ইমেজ ফাইল হিসেবে তৈরি হবে। ফলে স্পষ্টভাবে আপনার ওয়েবসাইট বা ব্লগের সঠিক চিত্রটি দেখতে পারবেন।
আপনি ইচ্ছে করলে সবকটি প্রিভিউ ইমেজকে একেবারে একটি জিপ ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন।
এই কাজের ওয়েবসাইটটির ঠিকানা: browsershots.org

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

