গুগলের নতুন ফেভিকন

গত বৎসরের মে মাসে গুগল যখন তাদের ফেভিকন পরিবর্তন করে, তখন অনেকে এটাকে পছন্দ করেনি। কেউ কেউ 'জঘন্য ডিজাইন' বলেও মন্তব্য করেছিল। সম্ভবত তখন থেকে গুগল একটি নতুন ফেভিকন ব্যবহার করার কথা চিন্তা করেছিল। শেষ পর্যন্ত আজ জানুয়ারির ৯ তারিখে গুগল তাদের ফেভিকন পরিবর্তন করে ফেলল। এই ডিজাইনটাতে ইংরেজি ছোট হাতের g বর্ণটিকে গুগলের মূল লোগোর সবকটি রঙ (লাল, হলুদ, সবুজ ও নীল) দিয়ে রাঙানো হয়েছে।


আমি অবশ্য ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে, গুগলের সবকটি ফেভিকন আমার কাছে ভালো লেগেছে। কিন্তু এই নতুন ফেভিকনটিকে কেমন যেন অস্পষ্ট মনে হচ্ছে। হয়তো একটু বেশি জটিল হয়ে গেছে, সেজন্যও এমন মনে হতে পারে। গত বৎসরের জুন মাস থেকে ফেভিকন পাল্টে ফেলার একটি চেষ্টা শুরু করা হয়েছে। এজন্য সারা বিশ্বের ব্লগারদেরকে নতুন ফেভিকন জমা দেবার জন্য আহ্বান জানানো হচ্ছিল। অনেকগুলো ফেভিকন থেকে প্রাথমিকভাবে বাছাই করা ফেভিকন থেকে শেষ পর্যন্ত একটি বাছাই করা হয়েছে।
এগুলো ছিল প্রাথমিকভাবে পছন্দের সেরা। ব্রাজিলের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র André Resende এর দেয়া এই ফেভিকনটিকে সবাই পছন্দ করেছিল। নতুন ফেভিকন ডিজাইন করার সময় এই ফেভিকনের আইডিয়াকে কাজে লাগানো হয়েছে। গুগলের কাছে পাঠানো ডিজাইনগুলো থেকে এই ডিজাইনটির উদ্ভাবন করা হয়েছে।

বিস্তারিত তথ্য: অফিসিয়াল গুগল ব্লগ
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger