আমাদের স্বপ্নের পতাকা উড়িয়ে দিলাম

আজ বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকিস্তানী বাহিনী বাংলাদেশের মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আমরা মুক্তি পাই পাকিস্তানী দুঃশাসন থেকে। বাংলাদেশ পরিচিত হয় স্বাধীন ও সার্বভৌম একটি দেশ হিসেবে।

মুক্তিসেনা ব্লগে বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও অনলাইনে বাংলাদেশের পতাকাকে সদা উন্নত রাখতে একটি আবেদন প্রকাশিত হয়েছে। বলা হয়েছে:-
অন্তত: বিজয়ের মাসে নিজেদের ব্লগে বাংলাদেশের লাল-সবুজ পতাকাটিকে সমুন্নত রাখুন। ঘাতক দালালদের বিরুদ্ধে জনমত ও গণচেতনা গড়ে তুলুন।
মুক্তিসেনা ব্লগের এই আবেদনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে বাংলা ব্লগ টিপ্‌স ব্লগেও বাংলাদেশের দুর্জয় লাল সবুজ পতাকাটি পতপত করে উড়তে থাকবে। আর স্মরণ করবে স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনতে যে সব মুক্তিযোদ্ধা নিঃশেষে তাঁদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের মহত্বকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger