মুক্তিসেনা ব্লগে বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও অনলাইনে বাংলাদেশের পতাকাকে সদা উন্নত রাখতে একটি আবেদন প্রকাশিত হয়েছে। বলা হয়েছে:-
অন্তত: বিজয়ের মাসে নিজেদের ব্লগে বাংলাদেশের লাল-সবুজ পতাকাটিকে সমুন্নত রাখুন। ঘাতক দালালদের বিরুদ্ধে জনমত ও গণচেতনা গড়ে তুলুন।মুক্তিসেনা ব্লগের এই আবেদনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে বাংলা ব্লগ টিপ্স ব্লগেও বাংলাদেশের দুর্জয় লাল সবুজ পতাকাটি পতপত করে উড়তে থাকবে। আর স্মরণ করবে স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনতে যে সব মুক্তিযোদ্ধা নিঃশেষে তাঁদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের মহত্বকে।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

